Advertisement

Super Cup 2024 East Bengal VS Odisha FC: চোট ওড়িশার তারকার? ফাইনালের আগে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল

সুপার কাপের ফাইনাল ম্যাচের আগে চোট দিয়েগো মরিসিওর। সেমিফাইনালে মরিসিওর গোলেই মুম্বই সিটি এফসিকে হারিয়েছিল ওড়িশা এফসি। ফলে রবিবারের ফাইনালের আগে কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল। সের্জিও লোবেরা সুপার কাপের ফাইনালের আগে দলে চোট আঘাত আছে বলে স্বীকার করতে না চাইলেও, অনুশীলনে দেখা গেল মরিসিও-র চোট আছে। 

ওড়িশা এফসি ও ইস্টবেঙ্গলওড়িশা এফসি ও ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • ভুবনেশ্বর,
  • 28 Jan 2024,
  • अपडेटेड 10:42 AM IST

সুপার কাপের ফাইনাল ম্যাচের আগে চোট দিয়েগো মরিসিওর। সেমিফাইনালে মরিসিওর গোলেই মুম্বই সিটি এফসিকে হারিয়েছিল ওড়িশা এফসি। ফলে রবিবারের ফাইনালের আগে কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল। সের্জিও লোবেরা সুপার কাপের ফাইনালের আগে দলে চোট আঘাত আছে বলে স্বীকার করতে না চাইলেও, অনুশীলনে দেখা গেল মরিসিও-র চোট আছে। 

কোথায় চোট মরিসিওর?
চোট থাকলেও ফাইনালে অবশ্যই খেলবেন মরিসিও। তবে তিনি কতটা ফিট থাকেন সেটাই এখন দেখার। ফাইনালের আগে অনুশীলনে বাঁ পায়ে চোট আছে বলেই মনে হয়েছে। তবে ওড়িশা দলের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই স্বীকার করা হয়নি। ফাইনাল ম্যাচে তাঁকে লোবেরা কখন নামান সেটাই দেখার। চোট থাকলে পরের দিকেও তাঁকে নামানো হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার শুরুতে গোল তুলে নিতে তাঁকে শুরুতে নামিয়েও তুলে নেওয়া হতে পারে। এবারের সুপার কাপে দু'টো গোল রয়েছে মরিসিওর। আইএসএল-এ ৪টি গোল করেছেন এই মরসুমে। ফলে তিনি যদি না থাকেন তা হলে বেশ সুবিধা হতে পারে হিজাজি মেহেরদের। 

আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল
লাল-হলুদ হেড কোচের কথায় একটা ব্যাপার পরিষ্কার। ডুরান্ড কাপটা মিস হয়ে গেলেও, এই ট্রফিটা যেভাবেই হোক ইস্টবেঙ্গলকে জেতাতে চাইছেন তিনি। সাংবাদিক সম্মেলনে সেই কারণেই কুয়াদ্রাত বললেন, 'আমরা ফাইনালে পৌঁছে খুব খুশি। দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল ট্রফির জন্য লড়াই করছে। তবে শেষ কয়েক মরশুমে দুর্ভাগ্যবশত ভাবে সেটা হয়ে ওঠেনি। এই মরশুমের শুরুতে অল্পের জন্য ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছিল। ফের আমাদের সামনে সুযোগ এসেছে ট্রফি জয়ের। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই নামব।'

তিনি আরও বলেন, 'শেষ ৯টি ম্যাচের ৭টিতে ক্লিনশিট রেখেছে ওড়িশা। এতেই বোঝা যাচ্ছে ওদের রক্ষণভাগ কতটা শক্তিশালী। তার ওপর ৬ জন বিদেশি নিয়েই খেলবে। ফলে আক্রমণাত্মক ফুটবলই উপহার দেবে ওরা।' প্রায় গোটা প্রতিযোগিতা জুড়েই বিভিন্ন সময় খারাপ রেফারিংয়ের সম্মুখীন হয়েছে লাল-হলুদ ব্রিগেড। অন্যান্য ম্যাচে রেফারিং নিয়ে আক্রমণাত্মক হলেও, ফাইনালের মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুয়াদ্রাতের। 'রেফারিরাও মানুষ। আশা করি তিনি নিজের কাজটা ঠিকভাবে করবেন। আমি চাইব ফাইনালে দুই দলের কেউই যেন রেফারির বঞ্চনার শিকার না হয়।' 

Advertisement

ট্রফি জয়ের ব্যাপারে তিনি কতটা আশাবাদী প্রশ্নের উত্তর দিতে গিয়ে কুয়াদ্রাত মনে করালেন ডুরান্ড কাপের কথা। যদিও ডুরান্ডের হার নিয়ে তিনি কোনওরকম অজুহাত দিতে চাইলেন না। 'দুর্ভাগ্যবশত আমরা ডুরান্ড ফাইনালে হেরেছিলাম। যদিও সেই হার নিয়ে আমি কোনওরকম অজুহাত দেব না। তবে এই মরসুমে ২০টি ম্যাচের মধ্যে আমরা ১০টিতেই জয় পেয়েছি। মাত্র ৪টিতে হেরেছি। ফাইনালে জয়ের লক্ষ্যেই মাঠে নামব।' লাল হলুদের সকলেই ফিট বলে দাবি করলেন কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেন, 'দলের সবাই ফিট রয়েছে। তবে চুংনুঙ্গা এবং মহেশ দলে যোগ দিলেও, প্রথম একাদশে কোনও পরিবর্তন করব কিনা তা নিয়ে কিছু বলতে চাই না।'  


 

Read more!
Advertisement
Advertisement