সুপার কাপে জয় দিয়ে শুরু করেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ১৯ জানুয়ারির ডার্বির আগে শেষ ম্যাচ খেলতে নামছে দুই দল। মোহনবাগান খেলবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। আর অন্যদিকে ইস্টবেঙ্গলের ম্যাচ শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে। গ্রুপ থেকে একটাই দল উঠবে পরের রাউন্ডে। ফলে ডার্বির আগে এই ম্যাচ দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ।
কখন কীভাবে দেখবেন দুই ম্যাচ?
সুপার কাপে রবিবারের প্রথম ম্যাচ মোহনবাগানের। দুপুর ২ টোর সময়। আর ইস্টবেঙ্গল খেলতে নামবে সন্ধ্যা সাড়ে সাতটার সময়। জিও ব্যবহারকারীরা ফ্রিতেই দেখতে পারবেন এই ম্যাচ। আর টিভিতেও দেখা যাবে এই ম্যাচ। দুই ম্যাচই টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮-এ। আর জিও ব্যবহারকারীরা জিও সিনেমাতে ফ্রিতে দেখতে পারবেন এই ম্যাচ। সুপার কাপের সমস্ত ম্যাচই দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল। আর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়।
জিততেই হবে ইস্টবেঙ্গলকে
গত ম্যাচে তিন গোল দিলেও দু গোল খেয়ে গিয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গলের একটাই ইতিবাচক দিক, শেষ সাত ম্যাচে অপরাজিত রয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল। গোল খাওয়ার এই রোগ সারিয়ে উঠতে পারছে না ইস্টবেঙ্গল। শ্রীনিধি ডেকান ম্যাচের আগে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ বলেন, 'আমাদের জন্য একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে। ওদের দলটা খুবই ভালো। আই লিগের অন্যতম শক্তিশালী দল। মোহনবাগানের কাজ কঠিন করেছিল। চেষ্টা করব, নিজেদের যে পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী পারফর্ম করার। টানা দ্বিতীয় ম্যাচ জিততে চাই।'
গোল না খাওয়াই লক্ষ্য মোহনবাগানের
মোহনবাগান দল শ্রীনিধির বিরুদ্ধে শুরুতে গোল খেয়ে যাওয়ায় সমস্যা হয়ে গিয়েছিল। সেদিক থেকে ক্লিফোর্ড মিরান্ডার দলের লক্ষ্য হবে ডিফেন্স সামলে আক্রমণে যাওয়া। টানা তিন ম্যাচ হারের পর মানসিক ভাবে প্লেয়ারদের ওপর একটা চাপ থাকেই। একটা জয়ে সাময়িক চাপ কাটতে পারে। প্রশ্নও থাকে। দেশের এক নম্বর লিগ আইএসএল। আই লিগ এখন দ্বিতীয় সারির টুর্নামেন্ট। সেখানে তিনে থাকা শ্রীনিধির বিরুদ্ধে জিততেও ঘাম ঝড়াতে হলে উন্নতির যে প্রয়োজন রয়েছে বলাই যায়। শ্রীনিধির বেশ কিছু দূরপাল্লার চকিত শট বাড়তি চাপে ফেলেছিল মোহনবাগানকে। আজকের প্রতিপক্ষ আইএসএলেরই টিম।