Advertisement

Super Sunday: সুপার সানডেতে ৩ বড় ম্যাচ, কখন কীভাবে দেখবেন খেলা?

রবিবার ক্রীড়াপ্রেমীদের কাছে দারুণ একটা দিন। কারণ, একদিকে যেমন এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, ঠিক তেমনই কলকাতা লিগে বদলার ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। এখানেই শেষ নয়, ইংলিশ প্রিমিয়ার লিগেও রয়েছে ডার্বি ম্যাচ। সেখানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে ম্যাঞ্চেস্টার সিটি।

সুপার সানডেসুপার সানডে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Sep 2025,
  • अपडेटेड 2:15 PM IST

রবিবার ক্রীড়াপ্রেমীদের কাছে দারুণ একটা দিন। কারণ, একদিকে যেমন এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, ঠিক তেমনই কলকাতা লিগে বদলার ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। এখানেই শেষ নয়, ইংলিশ প্রিমিয়ার লিগেও রয়েছে ডার্বি ম্যাচ। সেখানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে ম্যাঞ্চেস্টার সিটি।

ফলে এই রবিবার একেবারে ঠাসা সূচি। কোন ম্যাচ কখন কোথায় কীভাবে দেখবেন সে কথাই আমরা জানাবো এই প্রতিবেদনে। 

কখন কীভাবে দেখবেন ভারত-পাক ম্যাচ?
ভারত-পাকিস্তান ম্যাচ- ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়। এশিয়া কাপের অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচও দেখা যাবে সোনির বিভিন্ন চ্যানেলে। সোনি স্পোর্টস নেটওয়ার্কে টিভিতে দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে, সোনি লিভে রিচার্জ করতে হবে। জিওর নেটওয়ার্ক থাকলে, ফ্রিতে দেখতে পারবেন এই ম্যাচ। জিও টিভিতে দেখে যাবে এই ম্যাচ।

কখন কী ভাবে দেখবেন ইস্টবেঙ্গলের ম্যাচ?
ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচ শুরু হবে দুপুর তিনটে থেকে। এই ম্যাচ দেখতে পাওয়া যাবে এসএসইএন অ্যাপে। চ্যাম্পিয়নশিপের রাউন্ডের এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ ৬টা দল তিনটে করে ম্যাচ খেলবে। ফলে চ্যাম্পিয়ন হতে গেলে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে ইস্টবেঙ্গলকে। গতবারের চ্যাম্পিয়ন কারা তা এখনও ঠিক হয়নি। আদালতের নির্দেশ না আসায় সমস্যা সমাধান হয়নি। এর মধ্যেই গতবারের সম্ভাব্য চ্যাম্পিয়ন ও রানার্সের মধ্যে এই লড়াই বেশ উপভোগ্য হবে বলেই আশা ফুটবলপ্রেমীদের।

পাশাপাশি সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপের সেমিফাইনালে লাল-হলুদ ক্লাবকে ১-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব। সেই ম্যাচের বদলা নেওয়ার সুযোগও থাকবে বিনো জর্জের দলের সামনে। 

রবিবার প্রিমিয়ার লিগের ডার্বি কখন কীভাবে দেখবেন?
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বি শুরু হবে রাত ৯টায়। সেই সময় দুবাইতে চলবে ভারত-পাকিস্তান ম্যাচও। যদিও ভারতে দুই দলের সমর্থক কম নেই। তারা সকলেই হয়ত একই সঙ্গে দুই ম্যাচের দিকেই চোখ থাকবে। এই ম্যাচ সরাসরি দেখা যাবে জিও হটস্টারে। পাশাপাশি টিভিতে দেখতে হলে, স্টার স্পোর্টসেও দেখা যাবে এই ম্যাচ।         

Advertisement
Read more!
Advertisement
Advertisement