Advertisement

IND vs ENG: 'সূর্যকুমার দারুণ ক্রিকেটার,' রোহিতের ১০ বছর আগের ট্যুইট VIRAL

সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরির পর ভারতের অধিনায়ক রোহিত শর্মার ১০ বছরের পুরনো টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ১০ ডিসেম্বর ২০১১-সালে রোহিত টুইটারে লিখেছিলেন, 'চেন্নাইয়ে বিসিসিআই পুরস্কার অনুষ্ঠান শেষ হয়েছে। কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার উঠে আসছেন। মুম্বইয়ের সূর্যকুমার যাদব ভবিষ্যতে চমক দেখাতে পারেন।' এই টুইট থেকেই বোঝা যায়, রোহিত, সূর্যকুমার যাদবের সঙ্গে ভালোভাবেই পরিচিত ছিলেন। জানতেন সুযোগ পেলে তিনি ঠিক কী করে দেখাতে পারেন।

রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jul 2022,
  • अपडेटेड 5:32 PM IST
  • দারুণ ছন্দে সূর্যকুমার
  • শেষ টি২০ ম্যাচে করলেন ১০০

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দল নতুন ফিনিশার পেয়ে গিয়েছে। রবিবার সূর্যকুমার যাদব নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। টিম ইন্ডিয়া ম্যাচটি ১৭ রানে হেরে গেলেও সূর্যকুমার যাদব অবশ্যই তাঁর ইনিংসের মাধ্যমে ভারতীয় ভক্তদের মন জয় করেছেন।


সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরির পর ভারতের অধিনায়ক রোহিত শর্মার ১০ বছরের পুরনো টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ১০ ডিসেম্বর ২০১১-সালে রোহিত টুইটারে লিখেছিলেন, 'চেন্নাইয়ে বিসিসিআই পুরস্কার অনুষ্ঠান শেষ হয়েছে। কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার উঠে আসছেন। মুম্বইয়ের সূর্যকুমার যাদব ভবিষ্যতে চমক দেখাতে পারেন।' এই টুইট থেকেই বোঝা যায়, রোহিত, সূর্যকুমার যাদবের সঙ্গে ভালোভাবেই পরিচিত ছিলেন। জানতেন সুযোগ পেলে তিনি ঠিক কী করে দেখাতে পারেন।

সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটার। সূর্যকুমারের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল, সুরেশ রায়না এবং দীপক হুডা এই কীর্তি গড়েছেন। T20 আন্তর্জাতিকে, রোহিত শর্মা ৪টি এবং কেএল রাহুল ২টি সেঞ্চুরি করেছেন। একই সঙ্গে সুরেশ রায়না ও হুডা একটি করে সেঞ্চুরি করেছিলেন।

আরও পড়ুন

রবিবারের ম্যাচে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড সাত উইকেটে ২১৫ রান করে। ডেভিড মালান ৩৯ বলে ৭৭ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন রবি বিষ্ণোই।

জবাবে ভারতীয় দল ৯ উইকেটে ১৯৮ রান করে। ১৭ রানে হেরে যায় ভারতীয় দল। সূর্যকুমার যাদব সর্বোচ্চ ১১৭ রান এবং শ্রেয়াস আইয়ার ২৮ রান করেন। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন রিস টপলে। একই সময়ে ক্রিস জর্ডান এবং ডেভিড উইলি দুটি করে উইকেট পেয়েছেন।

Read more!
Advertisement
Advertisement