Advertisement

Swami Vivekananda cricket and sports: ক্রিকেটের পাশাপাশি রোয়িং, কুস্তিতেও পারদর্শী ছিলেন বিবেকানন্দ, জানুন

কলকাতায় টাউন ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল বিবেকানন্দের। সঙ্গে ছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীও। দেবব্রত দাস বলেন, ''শুধু ক্লাব নয় তার পাশাপাশি টাউন স্কুল, টাউন হল সবটাই হয় ওনাদের হাত ধরেই। পুরনো বই, কাগজ ঘাটলে দেখা যায়, বিবেকানন্দ টাউন ক্লাবের হয়ে ক্রিকেট, ফুটবল দুটোই বেশ সুনামের সঙ্গে খেলেছিলেন। প্রাক্তন ক্রিকেটার রাজু মুখপাধ্যায় তাঁর বই 'ইডেন গার্ডেন্স, লেজেন্ড অ্যান্ড রোমান্স' বইতে গোটা ঘটনার বিবরন রয়েছে।''বিবেকানন্দের সঙ্গী নগেন্দ্রপ্রসাদও অনেক খেলায় পারদর্শী ছিলেন বলে জানা যায়। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও তাঁর যথেষ্ট দক্ষতা ছিল। টাউন ক্লাবের সামনে ছিল একটা মাঠ সেখানেই ক্রিকেট ও ফুটবল অনুশীলন করতেন স্বামী বিবেকানন্দ ও তাঁর সতীর্থরা।

স্বামী বিবেকানন্দস্বামী বিবেকানন্দ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2022,
  • अपडेटेड 12:08 PM IST
  • বিভিন্ন খেলায় পারদর্শী ছিলেন বিবেকানন্দ
  • টাউন ক্লাবের প্রতিষ্ঠায় বড় ভূমিকা ছিল তাঁর

টাউন ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছিলেন স্বামী বিবেকানন্দ(Swami Vivekananda)। ভাইরাল হয়েছিল ইডেনে তাঁর বোলিং করার ছবিও। তবে সেটা ছিল ফটোশপ করা। ছবি বিকৃত হলেও তথ্য একেবারেই ভুল নয়। এমনকি ক্যালকাটা ক্লাবের বিরুদ্ধে ইডেনে বল করে সাত উইকেটও নিয়েছিলেন তিনি। জানালেন কলকাতার টাউন ক্লাবের (Town Club) কর্তা দেবব্রত দাস। বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিন বেশ বড় করেই পালন করে থাকে উত্তর কলকাতার এই ক্লাব। 
টাউন ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দ
কলকাতায় টাউন ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল বিবেকানন্দের। সঙ্গে ছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীও। দেবব্রত দাস বলেন, ''শুধু ক্লাব নয় তার পাশাপাশি টাউন স্কুল, টাউন হল সবটাই হয় ওনাদের হাত ধরেই। পুরনো বই, কাগজ ঘাটলে দেখা যায়, বিবেকানন্দ টাউন ক্লাবের হয়ে ক্রিকেট, ফুটবল দুটোই বেশ সুনামের সঙ্গে খেলেছিলেন। প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায় তাঁর বই 'ইডেন গার্ডেন্স, লেজেন্ড অ্যান্ড রোমান্স' বইতে গোটা ঘটনার বিবরন রয়েছে।'' বইয়ের লেখক রাজু মুখোপাধ্যায় বলেন, ''আমার বইতে গোটা ঘটনার বিস্তারিত বিবরন রয়েছে।'' বিবেকানন্দের সঙ্গী নগেন্দ্রপ্রসাদও অনেক খেলায় পারদর্শী ছিলেন বলে জানা যায়। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও তাঁর যথেষ্ট দক্ষতা ছিল। 
টাউন ক্লাবের সামনে ছিল একটা মাঠ সেখানেই ক্রিকেট ও ফুটবল অনুশীলন করতেন স্বামী বিবেকানন্দ ও তাঁর সতীর্থরা। 
ক্রিকেট শুধু নয়, নানা খেলায় পারদর্শী ছিলেন বিবেকানন্দ
তরুণ বয়সে কুস্তি, রোয়িং, সাঁতার, ঘোড়দৌড় সমস্ত কিছুই খেলেছেন বিবেকানন্দ। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে জানা যায়, কুস্তিগীর অম্বু গোহোর আখরায় তাঁর অধীনেই কুস্তি শিখেছিলেন বিবেকানন্দ। বিখ্যাত কুস্তিগীর গোবর গোহোর কাকা ছিলেন অম্বু। 
করোনার কারনে বিধি মেনেই জন্মদিন পালন
করোনার প্রকোপে সকলেরই স্বাভাবিক জীবন বিপর্যস্ত। তাই কাটছাঁট করা হয়েছে টাউন ক্লাবে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান। টাউন কর্তা দেবব্রত বলেন, ''ক্লাবের অনেকেই করোনা আক্রান্ত। আর এই মুহূর্তে যা অবস্থা তাতে সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। সিএবি-র সমস্ত লিগও বন্ধ হয়ে রয়েছে। ফলে চোট করে মালা দিয়েই চলে আসব। এটাই ঠিক হয়েছে।''      

Advertisement

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement