Advertisement

East Bengal Club: ঐতিহাসিক ম্যাচে গোল করা সেই স্বপনকে সম্মান ইস্টবেঙ্গলের, পুরস্কার গৌতমকেও

স্বপন সেনগুপ্ত সত্তরের দশকে ইস্টবেঙ্গলের হয়ে দাপিয়ে খেলেছেন। রাইট উইঙ্গার হিসেবে খেলা স্বপন ইরানের পাস ক্লাবের বিরুদ্ধেও গোলও করেছিলেন। গৌতম সরকারও দীর্ঘদিন ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। তাই এই দুই প্রাক্তন ফুটবলারকে সম্মান জানাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। 

স্বপন সেনগুপ্ত ও গৌতম সরকার ছবি- ফেসবুক স্বপন সেনগুপ্ত ও গৌতম সরকার ছবি- ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2022,
  • अपडेटेड 10:41 AM IST
  • ইস্টবেঙ্গল দিবসে দেওয়া হতে পারে সম্মান
  • লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন গৌতম সরকারও

ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পালনের সমাপ্তি অনুষ্ঠান কী ভাবে হবে? তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মঙ্গলবারে ক্লাবের কর্ম সমিতির বৈঠকে। জানা গিয়েছে, জীবনকৃতি সম্মান স্বপন সেনগুপ্ত এবং গৌতম সরকারকে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বপন সেনগুপ্ত সত্তরের দশকে ইস্টবেঙ্গলের হয়ে দাপিয়ে খেলেছেন। রাইট উইঙ্গার হিসেবে খেলা স্বপন ইরানের পাস ক্লাবের বিরুদ্ধেও গোলও করেছিলেন। গৌতম সরকারও দীর্ঘদিন ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। তাই এই দুই প্রাক্তন ফুটবলারকে সম্মান জানাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। 

আরও পড়ুন

তবে সবার আগে দ্রুত দলগঠন এবং চুক্তির বাস্তবায়নই পাখির চোখ তা লাল হলুদের শীর্ষকর্তা জানিয়েছেন। ক্লাবের শতবর্ষের উৎসব পালনের শেষাংশ জমকালো ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। জানা গিয়েছিল, অরিজিৎ সিং সমাপ্তি উৎসবের আকর্ষণ হতে পারেন। তবে মঙ্গলবারের সভার পর এ নিয়ে কিছু জানাতে চাননি ক্লাব কর্তারা। হয়ত সমর্থকদের জন্য দারুণ একটা সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছেন ক্লাব কর্তারা। এর আগে ক্লাবের শতবর্ষের থিম সংও গেয়ে ছিলেন অরিজিৎ। আর এবার সব ঠিকঠাক থাকলে তাঁর গান সামনে থেকে শুনতে পারবেন লাল-হলুদ জনতা।  এখনই গৌতম ঘোষ পরিচালিত ডকুমেন্টরি প্রকাশ করা যাচ্ছে না। করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল শুটিং। তাই চাইলেও আগস্ট মাসে তথ্যচিত্র প্রকাশ করা যাচ্ছে না। হয়ত অক্টোবর মাসে প্রকাশিত হতে পারে এই তথ্যচিত্র। 

তবে এই সমস্ত কিছুর মাঝেই ইস্টবেঙ্গল কর্তা থেকে সমর্থক সকলেরই চিন্তা চুক্তি সই ও দল গঠন নিয়ে। চুক্তি সইয়ের সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন দেবব্রত সরকার। আগামী সপ্তাহে সই হয়ে যেতে পারে চুক্তি। তারপরেই শুরু হবে দল গঠন। তবে দলে ভাল ফুটবলারদের পাওয়া যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা থাকছে। এর মাঝেই উমিদ সিংকে নিয়ে সমস্যা হচ্ছে। বকেয়া টাকা না পাওয়ায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন উমিদ। ফলে ট্রান্সফার ব্যানের খাড়া ঝুলতে থাকে ইস্টবেঙ্গলের সামনে। টাকা দিতে রাজি হলেও এখনও ইরানে সেই টাকা পাঠান যাচ্ছে না। ফলে সমস্যা থেকেই যাচ্ছে।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement