Advertisement

PV Sindhu: স্বপ্ন শেষ, সুইস ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু

ভারতীয় ব্যাডমিন্টনের (Indian Badminton) জন্য আরও এক খারাপ দিন। ইন্দোনেশিয়ার শাটলারের কাছে হেরে সুইস ওপেনের (Swiss Open 2023) দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। শুধু সিঙ্গলস নয় ডাবলসেও হারতে হল ভারতের অন্য শাটলারদের। গতকাল সুইস ওপেনের (Swiss Open) গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্দোনেশিয়ার পুতরি কুসুমা ওয়ারদানির (Putri Kusuma Wardani) কাছে সিঙ্গলসে হারলেন পিভি সিন্ধু। ম্যাচ হাড্ডাহাড্ডি হলেও, ২০ বছর বয়সী ইন্দোনেশিয়ান শাটলারের কাছে শেষপর্যন্ত হার মানতে হয় ভারতীয় ব্যাডমিন্টন (Indian Badminton 2023) তারকাকে। 

পিভি সিন্ধুপিভি সিন্ধু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2023,
  • अपडेटेड 12:02 PM IST
  • খারাপ ফল ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের।
  • সুইস ওপেনে হার একাধিক ভারতীয় শাটলারের।

ভারতীয় ব্যাডমিন্টনের (Indian Badminton) জন্য আরও এক খারাপ দিন। ইন্দোনেশিয়ার শাটলারের কাছে হেরে সুইস ওপেনের (Swiss Open 2023) দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। শুধু সিঙ্গলস নয় ডাবলসেও হারতে হল ভারতের অন্য শাটলারদের। গতকাল সুইস ওপেনের (Swiss Open) গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্দোনেশিয়ার পুতরি কুসুমা ওয়ারদানির (Putri Kusuma Wardani) কাছে সিঙ্গলসে হারলেন পিভি সিন্ধু। ম্যাচ হাড্ডাহাড্ডি হলেও, ২০ বছর বয়সী ইন্দোনেশিয়ান শাটলারের কাছে শেষপর্যন্ত হার মানতে হয় ভারতীয় ব্যাডমিন্টন (Indian Badminton 2023) তারকাকে। 

কমনওয়েলথ গেমস (Commonwealth Games) বিজয়ী সিন্ধু, টুর্নামেন্টের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। আশা করা যাচ্ছিল, সুইস ওপেনে (Swiss Open) ভারতের ফলাফল বেশ ভালোই হবে। কিন্তু তাল কাটল এই দ্বিতীয় রাউন্ডেই। যদিও ম্যাচের শুরু থেকে কর্তৃত্ব বজায় রাখছিলেন সিন্ধু। প্রথম গেমে এগিয়ে ছিলেন ৬-৭ ব্যাবধানে। এমনকি বিরতির আগে ১১-১০ ব্যাবধানে লিডও নিয়েছিলেন। 

আরও পড়ুন

কিন্তু বিরতির পরই, পুরোপুরি ছন্দ হারান পিভি সিন্ধু। ইন্দোনেশিয়ান শাটলার ওয়ারদানি রীতিমতো একপেশে গতিতে ম্যাচে এগোতে থাকেন। সিন্ধুকে পিছনে ফেলে লিড নেন ২১-১২ ব্যাবধানে। ধীরে ধীরে আধিপত্য বিস্তার করতে শুরু করেন ওয়ারদানি। তৃতীয় গেমেও জয় পান ১১-৫ ব্যাবধানে। কিন্তু সহজে হার মানেননি সিন্ধু (PV Sindhu)। ফের ফিরে আসেন লড়াইতে এবং একটা সময় ব্যাবধান দঁড়ায় ১২-১৬। কিন্তু দিনটি ভারতের ছিল না। ওয়ারদানি (Putri Kusuma Wardani) শক্তির বিচারে এই ম্যাচে অনেকটাই এগিয়ে ছিলেন পিভি সিন্ধুর (PV Sindhu) থেকে। শেষপর্যন্ত ফাইনাল গেমে সিন্ধুকে হারিয়ে ম্যাচ জিতে নেন তিনি। 

অন্যদিকে ফরাসী ব্যাডমিন্টন খেলোয়াড় খ্রিস্টো পপভের কাছে হার প্রণয়ের। ভারতের প্রণয় এই ম্যাচ হেরে যান ৮-২১, ৮-২১ ব্যাবধানে। অন্যদিকে, হংকং-এর চিউক ইউয়ের বিরুদ্ধে সাহসী লড়াই দিলেও শেষমেশ ম্যাচ বের করতে পারেননি ইণ্ডিয়ান শাটলার শ্রীকান্ত। হংকং ম্যাচ জেতে ২২-২০ এবং ২১-১৭ ব্যাবধানে। চাইনিজ তাইপেইর চিয়া হাওলি-র কাছে, ২১-১৯ এবং ২১-১০ ব্যাবধানে হার ভারতের মঞ্জুনাথের। এছাড়াও ডাবলসে ভারতীয় জুটি সাত্ত্বিক এবং চিরাগের পরাজয় চাইনিজ তাইপেই জুটি ফ্যাং চি লি এবং ফ্যাং জেন লির কাছে। চাইনিজ তাইপেই জয় পায় ১২-২১, ২১-১৭ এবং ২৮-২৬ ব্যাবধানে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement