Advertisement

T20 World Cup 2022: T20 বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু, নজরে কিছু 'মহা-রেকর্ড'

T20 World Cup 2022: T20 বিশ্বকাপ শুরু হয়েছিল ২০০৭ সালে। প্রথম সিরিজ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত। তারপর ৭ বার এই বিশ্বকাপের আসরে বহু রেকর্ড হয়েছে, ভেঙেছে। কিন্তু কয়েকটি রেকর্ড ভাঙা রীতিমতো মুশকিল হতে পারে। 

T20 বিশ্বকাপ ২০২২
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2022,
  • अपडेटेड 2:10 PM IST

আর মাত্র ৩ সপ্তাহ। T20 বিশ্বকাপ ২০২২ (T20 World Cup 2022)-এর দামামা বেজে গিয়েছে। অস্ট্রেলিয়ায় এবার বসছে T20 বিশ্বকাপ ২০২২-এর আসর। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে। কিন্তু দুর্দান্ত লড়াই শুরু হবে ২২ অক্টোবর থেকে, যখন সুপার-১২ যুদ্ধ শুরু হচ্ছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল T20 বিশ্বকাপ অভিযান শুরু করছে ২৩ অক্টোবর। প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।

T20 বিশ্বকাপ শুরু হয়েছিল ২০০৭ সালে। প্রথম সিরিজ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত। তারপর ৭ বার এই বিশ্বকাপের আসরে বহু রেকর্ড হয়েছে, ভেঙেছে। কিন্তু কয়েকটি রেকর্ড ভাঙা রীতিমতো মুশকিল হতে পারে। 

আরও পড়ুন: T20 World Cup 2022: T20 বিশ্বকাপে ভারত VS পাকিস্তান, শাহিন মাঠে নামবেন?

দ্রুততম সেঞ্চুরি ও সর্বাধিক ছয়: T20 বিশ্বকাপে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। ২০১৬ সালের T20 বিশ্বকাপে ৪৮ বলে ১০০ করেছিলেন গেইল। সর্বাধিক ছক্কার রেকর্ডও ক্রিস গেইলের নামে। ওই সেঞ্চুরিতেই গেইল ১১টি ছয় পেরেছিলেন। T20 বিশ্বকাপে ৩৩টি ম্যাচে ৬৩টি ছক্কা মারার রেকর্ড রয়েছে গেইলের ঝুলিতে।

২০০৭ টি২০ বিশ্বকাপে যুবরাজ সিং

দ্রুততম হাফ সেঞ্চুরি: ২০০৭-এর T20 বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের রেকর্ড রয়েছে যুবরাজ সিংয়ের কাছে। ১২ বলে ৫০ করেছিলেন তিনি। স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬টি ছয় হাঁকিয়েছিলেন যুবরাজ। 

আরও পড়ুন: T20 World Cup: টি-২০ বিশ্বকাপের দল বাছাইয়ে বড় চ্যালেঞ্জ, জাডেজার জায়গায় কে?

এক সিজনে সর্বাধিক রান: টি২০ বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ২০১৪ সালের T20 বিশ্বকাপে ৬ ম্যাচে ১০৬.৩৩ রানের গড়। সিরিজে ৩১৯ রান করেছিলেন বিরাট। ৪টি হাফ সেঞ্চরি করেছিলেন।

Advertisement

সর্বাধিক স্কোর: T20 বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড রয়েছে নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলামের ঝুলিতে। ২০১২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৫৮ বলে ১২৩ করেছিলেন। ১১টি ৪ ও ৭টি ছক্কার ইনিংস।

সর্বাধিক টিম স্কোর: শ্রীলঙ্কার কাছে রয়েছে এই রেকর্ড। ২০০৭ সালে T20 বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ৮৮ রানে অল আউট হয়ে যায় কেনিয়া।

সর্বাধিক রান: T20 বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের কাছে। ৩১টি ম্যাচে ১০১৬ রান রয়েছে জয়াবর্ধনের। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement