Advertisement

T20 World Cup: টি-২০ বিশ্বকাপের দল বাছাইয়ে বড় চ্যালেঞ্জ, জাডেজার জায়গায় কে?

এশিয়া কাপে ভারতের শোচনীয় ফলের পর দল নির্বাচন রীতিমতো কঠিন হয়ে উঠেছে। নানা নাম নিয়ে চলছে আলোচনা। মহম্মদ শামি ফিরতে পারেন বলেও জল্পনা। এর মধ্যে চোট-আঘাতের সমস্যাও ভাবাচ্ছে নির্বাচকদের। বুমরা এখনও ফিট নন। এর মধ্যে এশিয়া কাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। 

রবীন্দ্র জাডেজার জায়গায় কে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2022,
  • अपडेटेड 8:47 PM IST
  • এশিয়া কাপে ভারতের শোচনীয় ফলের পর দল নির্বাচন রীতিমতো কঠিন হয়ে উঠেছে।
  • নানা নাম নিয়ে চলছে আলোচনা।

আসন্ন টি-২০ বিশ্বকাপের দল নির্বাচনের সপ্তাহখানেক বাকি। জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিমানে কারা উঠবেন তা ঠিক করে ফেলবেন নির্বাচকরা। এশিয়া কাপে ভারতের শোচনীয় ফলের পর দল নির্বাচন রীতিমতো কঠিন হয়ে উঠেছে। নানা নাম নিয়ে চলছে আলোচনা। মহম্মদ শামি ফিরতে পারেন বলেও জল্পনা। এর মধ্যে চোট-আঘাতের সমস্যাও ভাবাচ্ছে নির্বাচকদের। বুমরা এখনও ফিট নন। এর মধ্যে এশিয়া কাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। 

জসপ্রীত বুমরার ফিট কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এশিয়া কাপে ভারতীয় বোলিংকে দুর্বল দেখিয়েছে, তাই নির্বাচকরা চাইছেন বুমরা যেন অস্ট্রেলিয়া নীল জার্সিতে মাঠে নামেন। এছাড়া আর এক পেস বোলার হর্ষল পটেলেরও চোট। দিন কয়েক আগে জাডেজার হাঁটুর সার্জারি হয়েছে। ফলে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে তাঁর জায়গায় স্পিন অলরাউন্ডার বাছতে হবে নির্বাচকদের। স্পিন অলরাউন্ডার হিসেবে আপাতত ৩টি নাম ভাসছে। তাঁরা হলেন, অক্ষর পটেল, শাহবাজ খান ও ক্রুণাল পান্ডিয়া। 

অক্ষর পটেল- এশিয়া কাপে জাডেজার পরিবর্তে দলে নেওয়া হয়েছিল অক্ষর পটেলকে। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেতে পারেন। অক্ষর বোলিংটা ভালই করেন। ব্যাটেও মন্দ হাত নয়। ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপ দলের অংশ ছিলেন। তার ৭ বছর পরে আর একটি বিশ্বকাপে সুযোগ পেতে পারেন 

শাহবাজ আহমেদ- জিম্বাবোয়ে সিরিজের জন্য বাংলার অলরাউন্ডারকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু চূড়ান্ত একাদশে সুযোগ পাননি। জাদেজার জায়গায় শাহবাজ আহমেদকে সুযোগ দেওয়া যেতে পারে কারণ তিনি আইপিএলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তবে বিশ্বকাপের দলে তাঁর থাকার সম্ভাবনা ক্ষীণ।

ক্রুনাল পান্ডিয়া- হার্দিক পান্ডিয়ার বড় ভাই ক্রুনালও জাদেজার বিকল্প হতে পারেন। ক্রুনাল গত বছর পর্যন্ত টিম ইন্ডিয়ার অংশ ছিলেন। ১৯টি  টি২০ আন্তর্জাতিকে ১২৪ রান করার পাশাপাশি ১৫ উইকেটও পেয়েছেন ক্রুণাল। ২০২২ সালে আইপিএলও ভাল কেটেছে তাঁর।  লখনউ সুপার জায়ান্টসের হয়ে ১৮৩ রান ও ১০ উইকেট রয়েছে তাঁর।

Advertisement

আরও পড়ুন- এশিয়া কাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস, কর্নাটকে অভিযুক্ত ৩

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement