রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) দারুণ ছন্দে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাও ম্যাচে হারেনি দলটি। গ্রুপ পর্বে তো বটেই, সুপার-৮-এর সব ম্যাচ জিতে সেমি ফাইনালে উঠেছে তারা। ভারতীয় দলের (Team India) জন্য সবচেয়ে ভাল জিনিস হল সুপার-৮ এর গ্রুপ-১-এ শীর্ষে থেকে সেমি ফাইনালে খেলতে নামছে। ভারতীয় দলের সেমি ফাইনাল ম্যাচ ২৭ জুন ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে খেলবে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ ভেস্তে গেলে কারা যাবে ফাইনালে?
ভারতের সেমি ফাইনালে কি রিজার্ভ ডে থাকবে?
সমর্থকদের জন্য দুঃসংবাদ, বৃহস্পতিবারের ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদি বৃষ্টি হয় এবং সেমি ফাইনাল ম্যাচ ভেসে যায়, তা হলে কি রিজার্ভ ডে রাখা হয়েছে? ম্যাচ বাতিল হলে কি ভারতীয় দলও ছিটকে যাবে এবারের বিশ্বকাপে একটা সাসপেন্স আছে। দ্বিতীয় সেমি ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি (ICC)। তবে প্রথম সেমি ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। দ্বিতীয় সেমি ফাইনালে বৃষ্টি হলে রিজার্ভ ডে-র পরিবর্তে ওই ম্যাচের জন্য অতিরিক্ত ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে, যাতে ম্যাচটি একই দিনে শেষ করা যায়।
ম্যাচ বাতিল করতে হলে ফলাফল কী হবে?
২৭ জুন ম্যাচের দিন গায়ানায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারতীয় দলের সেমি ফাইনাল ম্যাচ। নিস্পত্তি যদি না হয়, তবে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দল সুবিধা পাবে এবং সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করবে। ফলে ভারতই চলে যাবে ফাইনালে। কারণ রোহিত শর্মারা সুপার-৮ এর গ্রুপ-১-এ শীর্ষে থেকে সেমি ফাইনালে উঠেছে। অন্যদিকে গ্রুপ-২ তে দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ড দল বিদায় নেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড স্কোয়াড
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে এবং মার্ক উড। .