Advertisement

T20 World Cup 2024 India vs Australia: বদলা ভারতের, অস্ট্রেলিয়াকে হারিয়েই T20 বিশ্বকাপের সেমি ফাইনালে রোহিতরা

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ টপ করে সেমি ফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। দারুণ ব্যাটিং করে ম্যাচের সেরা রোহিত শর্মা। এই ম্যাচে জিততেই হত অজিদের। সেমিফাইনালে যেতে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ অফগানিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচে বাংলাদেশ জিতলে তবেই শেষ চারে যাবে অজিরা। অন্যদিকে গায়ানায় ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনালে খেলবে ভারতীয় দল।  

টিম ইন্ডিয়া (ফাইল ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • সেন্ট লুসিয়া,
  • 24 Jun 2024,
  • अपडेटेड 11:52 PM IST

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ টপ করে সেমি ফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। দারুণ ব্যাটিং করে ম্যাচের সেরা রোহিত শর্মা। এই ম্যাচে জিততেই হত অজিদের। সেমিফাইনালে যেতে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ অফগানিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচে বাংলাদেশ জিতলে তবেই শেষ চারে যাবে অজিরা। অন্যদিকে গায়ানায় ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনালে খেলবে ভারতীয় দল।  

জিতেই সেমি ফাইনালে ভারত

অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে শেষ চারে চলে গেল ভারতীয় দল। ২০৬ রান তাড়া করতে নেমে ১৮১ রানেই শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস।

 

আউট হেড, উইকেট বুমরার

১৫০ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া। দারুণ বোলিং বুমরার। হারের মুখে অজিরা। 

উইকেট নিলেন অক্ষর

দারুণ বোলিং অক্ষরের। আউট হলেন স্টোয়নিশ। হার্দিকের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন অজি ব্যাটার। ১৩৫ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

আউট ম্যাক্সওয়েল

কুলদীপের বলে ভুল শট খেলে আউট ম্যাক্সওয়েল। ১২৮ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ফের উইকেট তুলে নিলেন কুলদীপ।  

হাফ সেঞ্চুরি হেডের

২৪ বলে ৫০ করে ফেললেন হেড। ১০ ওভারে ২ উইকেটে ৯৯ করে ফেলল অস্ট্রেলিয়া। 

দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া

উইকেট নিলেন কুলদীপ। দারুণ ক্যাচ অক্ষরের। ৮৭ রানে ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া। দারুণ নিয়ন্ত্রিত বোলিং কুলদীপের।  

পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের শেষে ১ উইকেটে ৬৫ রান করে ফেলল অস্ট্রেলিয়া। উইকেটের খোঁজে ভারত। 

শুরুতেই উইকেট হারাল অস্ট্রেলিয়া

আউট ডেভিড ওয়ার্নার। ৬ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওয়ার্নার। 

Advertisement

দারুণ ব্যাটিং ভারতীয় দলের

২০৫ রান করে ফেলল ভারতীয় দল।দারুন ব্যাটিং টিম ইন্ডিয়ার।  অস্ট্রেলিয়াকে ২০ ওভারে ২০৬ রান করতে হবে। এই ম্যাচে জিততে হবে অজিদের।

আউট রোহিত

৯২ করে আউট রোহিত। উইকেট নিলেন সেই স্টার্ক। ১২৭ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল।  

১০ ওভার শেষ

২ উইকেট হারিয়ে ১১৪ রান করে ফেলল ভারতীয় দল। রোহিত শর্মা একাই করে ফেললেন ৮৯ রান। এখনও অপরাজিত তিনি। উইকেটে রয়েছেন সূর্যকুমার যাদবও। 

১০০ পেরিয়ে গেল ভারত

৯ ওভার শেষ হওয়ার আগেই ১০০ পেরিয়ে গেল ভারতীয় দল। ২ উইকেট হারালেও, আক্রমণ থেকে সরছেন না রোহিতরা। 

আউট হলেন পন্ত

ভাল খেললেও বড় শট মারতে গিয়ে আউট হলেন পন্ত। ৯৩ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল। উইকেট স্টোয়নিসের। ১৪ বলে ১৫ রান করে আউট পন্ত। 

হাফসেঞ্চুরি রোহিতের

দুর্দান্ত ছন্দে ক্যাপ্টেন। অজিদের বিরুদ্ধে ১৮ বলে ৫০ করে ফেললেন রোহিত। মেরেছেন চারটে চার ও পাঁচটা ছক্কা।

ফের শুরু হচ্ছে ম্যাচ

থেমে গিয়েছে বৃষ্টি। ফের শুরু হচ্ছে ম্যাচ। 

বৃষ্টিতে বন্ধ ম্যাচ

দারুণ ছন্দে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। ৪১ রানে অপরাজিত তিনি। তবে বৃষ্টির জন্য আপাতত বন্ধ ম্যাচ। 

মারমুখি রোহিত

এক ওভারে এল ২৯ রান। চারটে ছক্কা, একটা চার মেরে ভারতের রানকে গতি দিলেন রোহিত শর্মা। বিরাটের উইকেট হারালেও আক্রমণের রাস্তা থেকে সরছে না ভারতীয় দল। ৩ ওভার শেষে ১ উইকেটে ৩৫ রান ভারতের।

আউট বিরাট

বড় শট খেলতে গিয়ে হ্যাজেলউডের বলে আউট হলেন বিরাট কোহলি। ৫ বল খেলে ০ রানে আউট কোহলি। ভাল শুরু অস্ট্রেলিয়ার। ২ ওভারে ভারতের রান ১ উইকেটে ৬। 

টসে জিতল অস্ট্রেলিয়া

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। দলে একটা পরিবর্তন করেছে অজিরা। অ্যাস্টন অ্যাগারের জায়গায় দলে এসেছেন মিশেল স্টার্ক। 

অস্ট্রেলিয়া দলে কারা?

অস্ট্রেলিয়ান দল: ট্র্যান্ডিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজেলউড।

ভারতীয় দলে কারা?

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আরশদীপ সিং, কুলদীপ যাদব এবং জাসপ্রিত বুমরাহ।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement