২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। ঠিক তার মাস ছয়েক পর টি২০ বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে হেরে সুপার এইট থেকেই বিদায় নিতে হয় অজিদের। এবার সেমি ফাইনালে সামনে ইংল্যান্ড। আবারও বদলার সুযোগ রোহিত শর্মাদের সামনে। ২০২২ সালে টি২০ বিশ্বকাপে এই ইংল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই হারের ক্ষত এখনও ভোলেননি রোহিত-বিরাটরা। বৃহস্পতিবার সকালে আফগানিস্তানকে হেলায় হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমি ফাইনালে কারা জিতবে সেদিকেই নজর থাকবে। সেমি ফাইনাল ম্যাচে ভারতীয় দলে কোন বদল হয় কিনা সেদিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
দারুণ ছন্দে রোহিত কুলদীপ
অজিদের বিরুদ্ধে গত ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর ৪১ বলে ৯২ রানের ইনিংস ভারতের জয়ের ভিত গড়ে দেয়। তাঁর ইনিংসে ছিল সাতটা চার ও আটটা ছক্কা। সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও তাঁর ব্যাট জ্বলে উঠলে ভারতীয় দল দারুণ সুবিধা পাবে তা বলাই যায়। তাছাড়া বল হাতে দারুণ পারফর্ম করেছেন কুলদীপ যাদবও। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এই দুই ক্রিকেটারের উপর অনেকাটাই নির্ভর করবে ভারতের ফাইনালে যাওয়া।
কোহলির ব্যাট থেকে রানের প্রত্যাশা
ভারতীয় দল তার টপ অর্ডারে বিরাট কোহলির ব্যাট থেকে রান আশা করবে, এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে পারেননি তিনি। তবে ক্যাপ্টেন রোহিতের নির্ভীক ক্রিকেট ভারতীয় দলকে সাহায্য করছে। এর সঙ্গে বিরাট যদি যোগ দেন তা হলে ও ভাল জায়গায় পৌঁছে যাবে ভারতীয় দল। ভারতের জার্সিতে রোহিত এবং কোহলি উভয়েরই হয়ত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। দু'জনেই তাই এই বিশ্বকাপ জিততে মরিয়া হবে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (সি), বিরাট কোহলি, ঋষভ পন্ত (ডব্লিউকে), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা