Advertisement

T20 World Cup 2024: পিচে অসমান বাউন্স, আহত রোহিত-পন্ত; নিউইয়র্কে ভারত-পাক ম্যাচ নিয়ে বিতর্ক

নিউইয়র্কের পিচ নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কখনও অতিরিক্ত বাউন্স, আবার কখনও নিচু হয়ে আসা বল। যা ব্যাটারদের বারেবারে সমস্যায় ফেলছে। এই মাঠেই ৯ জুন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এটা টি২০ বিশ্বকাপে অন্যতম আকর্ষণীয় ম্যাচ। সেই ম্যাচেও দেখা যেতে পারে এমনই কিছু ঘটনা। এমনই আশঙ্কা করছেন প্রাক্তন ক্রিকেটাররাও। 

টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের টিকিটের দাম পৌঁছল প্রায় ২ কোটি টাকায়!
Aajtak Bangla
  • নিউইয়র্ক,
  • 07 Jun 2024,
  • अपडेटेड 10:17 AM IST

নিউইয়র্কের পিচ নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কখনও অতিরিক্ত বাউন্স, আবার কখনও নিচু হয়ে আসা বল। যা ব্যাটারদের বারেবারে সমস্যায় ফেলছে। এই মাঠেই ৯ জুন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এটা টি২০ বিশ্বকাপে অন্যতম আকর্ষণীয় ম্যাচ। সেই ম্যাচেও দেখা যেতে পারে এমনই কিছু ঘটনা। এমনই আশঙ্কা করছেন প্রাক্তন ক্রিকেটাররাও। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে স্লো আউটফিল্ড ও বিপজ্জনক পিচ সবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ডের  প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এবং ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান সহ অনেকেই নিউইয়র্কের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্বকাপের ম্যাচ আয়োজনের আগে কেন কিছু অনুশীলন ম্যাচ খেলানো হল না তাও জানতে চেয়েছেন তাঁরা। 

ইরফান পাঠান বলেন, 'আমরা আমেরিকায় ক্রিকেটের প্রচার করতে চাই, কিন্তু এই পিচ খেলোয়াড়দের জন্য একেবারেই নিরাপদ নয়। ভারতে যদি এমন পিচ থাকত, তাহলে সেখানে আর বেশিদিন ম্যাচ খেলা হত না, এই পিচটা ভালো না। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি, কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়।' ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেছেন, 'আমেরিকাতে ক্রিকেট আসাটা ভালো ব্যাপার। কিন্তু এ জন্য খেলোয়াড়দের এ ধরনের পিচে খেলানোর কোনও মানেই হয় না। সবাই বিশ্বকাপ খেলার জন্য কঠোর পরিশ্রম করে, তারপর যদি এমন একটি পিচে খেলতে হয়...'

ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে না, তবে পিচ নিয়ে অসন্তোষ স্পষ্ট। পিটিআই সূত্রের খবর, ভারতের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, 'এই পিছের উপর ঘাস আছে, কিন্তু বড় ফাটলও রয়েছে। এই ধরনের পিচে আগে কিছু অনুশীলন ম্যাচ হওয়া উচিত ছিল। এটি টি-টোয়েন্টি উইকেট নয় এবং চারটি পিচই একই রকম।'

Advertisement

পিচ ড্রপ নিয়ে ক্ষুব্ধ রোহিতও
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন' পিচের অসম বাউন্স নিয়ে খুশি নন, বিশ্বকাপে আয়ারল্যান্ডকে সহজভাবে হারালেও সেই ম্যাচে চোট পেয়েছিলেন। যার জেরে তাকে মাঠের বাইরে যেতে হয়। রোহিত প্রকাশ্যে ক্ষোভ উগরে না দিলেও বলেন, 'নতুন মাঠ, নতুন ভেন্যু এবং আমরা দেখতে চেয়েছিলাম এখানে খেলতে কেমন লাগছে, আমি মনে করি পিচ এখনও ঠিক হয়নি এবং বোলারদের অনেক সাহায্য করছে, তাই আপনার কাজ হল লেগে থাকা। আমি জানি না পিচ থেকে কী আশা করা যায়, তবে আমরা প্রস্তুতি নেব পুরো দলকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভাল পারফর্ম করতে হবে।' 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement