Advertisement

T20 World Cup 2024 India vs Pakistan: ভারত vsপাক ম্যাচে আসছেন বিশেষ অতিথি, পেপ টক দেবেন রোহিতদের?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচ দেখতে আসতে পারেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এমনটাই সংবাদসংস্থা পিটিআই-এর সূত্রের খবর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ইতিহাসের অন্যতম সেরা।

টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের টিকিটের দাম পৌঁছল প্রায় ২ কোটি টাকায়!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 May 2024,
  • अपडेटेड 7:13 PM IST

টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচ দেখতে আসতে পারেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এমনটাই সংবাদসংস্থা পিটিআই-এর সূত্রের খবর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ইতিহাসের অন্যতম সেরা। সেবার দারুণ কঠিন পরিস্থিতিতে নায়কের মতো ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেবার ভারতের মাটিতে হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ। সেখানেও পাকিস্তানকে হেলায় হারিয়ে দেয় ভারত। এ বার টি-টোয়েন্টি ফরম্যাটে ফের মহারণের অপেক্ষা। আর গ্যালারিতে যদি বিশেষ মানুষ থাকেন, বিরাটদের থেকে আরও একটা মাস্টারক্লাস পারফরম্যান্স দেখা যেতেই পারে।

 আইসিসি সূত্রের খবর, নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকতে পারেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। পাকিস্তানের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছেন কিংবদন্তি এই ভারতীয় ব্যাটার। ম্যাচ জেতানো ইনিংস রয়েছে প্রচুর। তাঁর উপস্থিতি বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক ম্যাচের গ্ল্যামার আরও বাড়াবে এ বিষয়ে সন্দেহ নেই। আইসিসির এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘সবকিছু ঠিক থাকলে ভারতীয় দলকে সমর্থন করতে সচিন তেন্ডুলকর উপস্থিত থাকবেন।’ 

এবার ক্রিকেট প্রেমীদের অপেক্ষা ৯ জুনের। নিউ ইয়র্কের নবনির্মিত স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সব ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে একশো শতাংশ জয়ের রেকর্ড ছিল ভারতের। যদিও ২০২১ সালে সেই রেকর্ড ভাঙে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে বার পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।

ম্যাচের আগে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সচিন আলাদা করে কথা বলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। তবে  ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার ভারত ট্রফি জিতেছিল ২০০৭ সালে। নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান যদিও গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে। তার আগে রোহিতদের পেপ-টক দিতেই পারেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সেটাই এখন দেখার। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement