Advertisement

T20 World Cup 2024 Indian Team: কেন দলে জায়গা পেলেন না 'ফিনিশার' রিঙ্কু, ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

মঙ্গলবারই টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। মূল দলে রিঙ্কু সিং (Rinku Singh) না থাকায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট ফ্যানদের (Indian Cricket Fan) একাংশ। আইপিএল (IPL) তো বটেই, ভারতীয় দলের জার্সি গায়েও নিজেকে প্রমান করেছেন রিঙ্কু। ফলে তিনি না থাকায় হতাশ ফ্যানরা। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দল নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। 

রিংকু সিং T20 বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2024,
  • अपडेटेड 9:02 AM IST

মঙ্গলবারই টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। মূল দলে রিঙ্কু সিং (Rinku Singh) না থাকায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট ফ্যানদের (Indian Cricket Fan) একাংশ। আইপিএল (IPL) তো বটেই, ভারতীয় দলের জার্সি গায়েও নিজেকে প্রমান করেছেন রিঙ্কু। ফলে তিনি না থাকায় হতাশ ফ্যানরা। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দল নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। 


এই মুহূর্তে রিঙ্কু ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত মুখ। মহেন্দ্র সিং ধোনির পর রিঙ্কুকেই ভারতীয় ক্রিকেটের আধুনিক ফিনিশার ধরা হচ্ছে। সেই তাঁকেই কেন স্ট্যান্ডবাই হিসেবে রাখা হল তা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। 

আছড়ে পড়ছে ফ্যানদের ক্ষোভ

 

এবারের আইপিএল-এ রিঙ্কুর পারফরম্যান্স
এই মরসুমের আইপিএলে বড় রান করতে পারেননি রিঙ্কু। ৯ ম্যাচ খেলে করেছেন মাত্র ১৮৩ রান। সর্বোচ্চ দিল্লির বিরুদ্ধে ২৬। তবে এই মরসুমে কেকেআরের টপ অর্ডার সফল হওয়ায় তিনি খুব বেশি খেলার সুযোগ পাননি। লোয়ার অর্ডারে নেমে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। দুটো ম্যাচে অবশ্য উপরের দিকে নামলেও রিঙ্কু সফল হননি। আইপিএলের পারফরম্যান্সের দিকে নজর রেখেই এ বারের বিশ্বকাপ টিম করা হয়েছে। সেই কারণেই হয়ত তাঁর জায়গা হয়নি বিশ্বকাপের দলে। 

ক্ষুব্ধ সমর্থকের পোস্ট

এবারের টি২০ বিশ্বকাপের টিমে ফিনিশার হিসেবে দু’জনকে দেখা যেতে পারে। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। দুই কিপার ও চার স্পিনার টিমে জায়গা পেয়েছেন। তাতেই রিঙ্কুর জায়গা হয়নি বলে ধরে নেওয়া হচ্ছে। রিঙ্কুর পাশাপাশি টিম থেকে বাদ পড়েছেন শুভমন গিলও। অবশ্য রিঙ্কু, শুভমনদের রাখা হয়েছে রিজার্ভে। কেউ চোট পেলে বিশ্বকাপের টিমে ঢোকার সুযোগ পাবেন তাঁরা।

Advertisement

ভারতীয় দল - রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্য়ামসান (উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ।

রিজার্ভ: শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আভেশ খান

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement