Advertisement

T20 World Cup 2024 India vs England: T20 বিশ্বকাপে সেমি ফাইনালে বৃষ্টির সম্ভাবনা, ম্যাচ ভেস্তে গেলে ভারত ফাইনালে?

গ্রুপ শীর্ষে থেকেই টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। শেষ চারের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড (India vs England)। গায়ানার প্রভিন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তবে সেই ম্যাচে বৃষ্টির সম্ভবানা প্রবল। এর জেরে ভেস্তে যেতে পারে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এবারের টি২০ বিশ্বকাপে অনেক ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। সেমি ফাইনাল ম্যাচও যদি বৃষ্টির কারণে ভেসে যায় তা হলে কী হবে?

India vs England, t20 world cup 2024India vs England, t20 world cup 2024
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2024,
  • अपडेटेड 9:12 AM IST

গ্রুপ শীর্ষে থেকেই টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। শেষ চারের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড (India vs England)। গায়ানার প্রভিন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তবে সেই ম্যাচে বৃষ্টির সম্ভবানা প্রবল। এর জেরে ভেস্তে যেতে পারে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এবারের টি২০ বিশ্বকাপে অনেক ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। সেমি ফাইনাল ম্যাচও যদি বৃষ্টির কারণে ভেসে যায় তা হলে কী হবে?

বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা?
অ্যাকু ওয়েদারের মতে ২৭ জুন গায়ানায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ১৮ শতাংশ। সমুদ্র সৈকতে দ্রুত বদলে যায় আবহাওয়া। যা বারেবারে দেখা গিয়েছে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে। এখানে আবহাওয়া বদলে যেতে সময় লাগে না। এ ক্ষেত্রেও এমনটা হতে পারে। সুপার এইটে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচেও বৃষ্টি হয়েছিল ভারতের ব্যাটিং-এর সময়। যদিও কিছুক্ষণের মধ্যেই তা থেমে যায়। তবে সব ক্ষেত্রে তেমনটা হয় না।

ভেস্তে গেলে কারা যাবে ফাইনালে?
টি২০ বিশ্বকাপের নিয়ম অনুসারে, সেমি ফাইনালে রিজার্ভ ডে নেই। একমাত্র ফাইনালেই রিজার্ভ ডে রাখা হয়েছে। ফলে সেমি ফাইনাল ম্যাচ না হলে ফাইনালে কারা যাবে তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে আইসিসি-র নিয়ম অনুসারে, সুপার এইটের গ্রুপে ভারতীয় দল শীর্ষে থেকে শেষ চারে ওঠায়, ভারতীয় দলই খেলবে ফাইনালে। ফলে সেমি ফাইনালে নামার আগেই কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছেন রোহিত শর্মারা। তবে বৃষ্টির আশা করছে না ভারতী দল। যেভাবে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে তাতে তারা ইংল্যান্ডকে হারিয়েই ফাইনালে যাবে এমনটাই মনে করছেন ভারতীয় দলের ফ্যানরা। 

আরও পড়ুন

দারুণ ছন্দে ভারতীয় দল
এবারের টি২০ বিশ্বকাপে একটাও ম্যাচ হারেনি ভারতীয় দল। ফলে দারুণ ফর্মে দল। সোমবারও আধিপত্য নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেন রোহিত শর্মারা। দারুণ ইনিংস খেলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। ৯২ রান করে তিনি যখন আউট হন, তখন ভারতীয় দল বড় রানের স্বপ্ন দেখছে। প্রাথমিকভাবে তা ধাক্কা খেলেও, হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং-এ ২০০ পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ২০৫ রানে শেষ হয় ইনিংস। 

Advertisement

জবাবে শুরুটা দারুণ করেছিল অস্ট্রেলিয়াও। তবে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরার বোলিং-এ মাত্র ১৮১ রানেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ২৪ রানে জিতে শীর্ষে থেকেই সেমি ফাইনালে পৌঁছে যায় ভারত।      

Read more!
Advertisement
Advertisement