Advertisement

T20 World Cup 2024 Team India: T20 বিশ্বকাপে ওপেনার বিরাট? ব্যাটিং অর্ডার নিয়ে বড় ইঙ্গিত রোহিতের

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে (India vs Bangladesh) ৬০ রানে হারিয়ে জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। নিউইয়র্কে অনুষ্ঠিত এই ম্যাচে ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও তারকা ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli) বিশ্রাম দেওয়া হয়েছিল। নিউইয়র্কের ড্রপ ইন উইকেটে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। শুধু তাই নয়, তিন নম্বরে ব্যাট করতে আসেন ঋষভ পন্ত (Rishabh Pant)। বিশ্বকাপে কি ওপেন করতে নামবেন বিরাট? গোটা বিশ্বকাপেই কি এই অর্ডার মেনে চলবে টিম ইন্ডিয়া? তা নিয়ে বড় বিবৃতি দিয়েছেন ভারত অধিনায়ক। 

রোহিত শর্মা এবং বিরাট কোহলি
Aajtak Bangla
  • নিউইয়র্ক,
  • 03 Jun 2024,
  • अपडेटेड 11:03 AM IST

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে (India vs Bangladesh) ৬০ রানে হারিয়ে জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। নিউইয়র্কে অনুষ্ঠিত এই ম্যাচে ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও তারকা ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli) বিশ্রাম দেওয়া হয়েছিল। নিউইয়র্কের ড্রপ ইন উইকেটে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। শুধু তাই নয়, তিন নম্বরে ব্যাট করতে আসেন ঋষভ পন্ত (Rishabh Pant)। বিশ্বকাপে কি ওপেন করতে নামবেন বিরাট? গোটা বিশ্বকাপেই কি এই অর্ডার মেনে চলবে টিম ইন্ডিয়া? তা নিয়ে বড় বিবৃতি দিয়েছেন ভারত অধিনায়ক।  

ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন রোহিত
ম্যাচের পর ব্যাটিং অর্ডার নিয়ে রোহিত শর্মা বলেন, 'ভারতীয় দল এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার ব্যাটিং অর্ডার চূড়ান্ত করেনি এবং বাংলাদেশের বিপক্ষে অনুশীলন ম্যাচে ঋষভ পন্তকে তিন নম্বরে পাঠানোর টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।' তিন নম্বরে ঋষভ পন্তের ব্যাট করা প্রসঙ্গে রোহিত বলেন, 'আমি এটা করেছি শুধুমাত্র ওকে সুযোগ দেওয়ার জন্য। আমরা এখনো আমাদের ব্যাটিং ইউনিট চূড়ান্ত করিনি। এমনকি বোলাররাও ভালো পারফর্ম করেছে। সামগ্রিকভাবে, যা হয়েছে তাতে খুশি।' তবে বিরাট তাঁর সঙ্গে ওপেন করবেন কিনা সে ব্যাপারে মুখ খোলেননি রোহিত। 

পাশাপাশি তিনি আরও বলেন, 'টসের সময় যেমন বলেছিলাম, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি ছিল। নতুন ভেন্যু, নতুন মাঠ, ড্রপ-ইন পিচ- এগুলোর সঙ্গে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা খুব ভাল পারফর্ম করেছি।' টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় তাঁর খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে বলেছেন যে পিচটা কিছুটা নরম। বিসিসিআই (BCCI)-এর পোস্ট করা একটি ভিডিওতে দ্রাবিড় বলেন, 'একটি ভালো ম্যাচ পাওয়াটাই দারুণ ব্যাপার। অবশ্যই, এটা সুন্দর মাঠ। তবে মাটি কিছুটা নরম এবং খেলোয়াড়রা পায়ের পেশীর উপর চাপ পড়তে পারে।'

Advertisement


ফাস্ট বোলার আর্শদীপ সিং ম্যাচের পর বলেন। 'যে কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও, দলটি কন্ডিশনের সঙ্গে ভালভাবে মানিয়ে নিচ্ছে। কীভাবে শুরু করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরুতে উইকেট নিয়েছি এবং রান তুলতে দিইনি। উইকেটও সাহায্য করছিল, তাই আমরা সহজ রাখার চেষ্টা করেছি এবং ফল পেয়েছি। মাঠে বালি ব্যবহার করা হয়েছে, তাই গতি ঠিক রাখতে হবে। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা একটা চ্যালেঞ্জ হবে।'

৯ জুন ভারত-পাকিস্তানের ম্যাচ
বর্তমান T20 বিশ্বকাপ 2024-এ, ভারতীয় দলকে আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সঙ্গে গ্রুপ এ তে রয়েছে। ভারতীয় দলের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ ৯ জুন পাকিস্তানের বিপক্ষে। যেখানে ভারতীয় দল তাদের তৃতীয় গ্রুপ ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১২ জুন। ফ্লোরিডায় ১৫ জুন কানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ খেলা হবে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সও য়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ।
রিজার্ভ: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আভেশ খান।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement