
আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসতে রাজি ছিল না বাংলাদেশ। তাঁরা নিরাপত্তার কারণ দেখিয়ে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলার আবেদন জানিয়েছিল। আইসিসিকে এ নিয়ে চিঠিও দিয়েছে তারা। তবে সেই আবেদন নাকচ করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ড আশ্বাস দিয়েছে বাংলাদেশের এখানে এসে খেলতে কোনও অসুবিধা হবে না।
বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দিতে রাজি হয়নি বিসিসিআই। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। এরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তারা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই ভারতে নয়, ম্যাচ খেলতে চান শ্রীলঙ্কায়। প্রসঙ্গত, আগেই পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই পথেই হাঁটতে চেয়েছিল বিসিবি। এই মর্মে আইসিসি-কে চিঠিও পাঠায় তারা। তবে এর পরেই বিসিসিআই-ও জানিয়ে দেয়, এখন এই বদল করা সম্ভব নয়। কারণ পরের মাসের শুরু থেকেই শুরু হবে বিশ্বকাপ। এত কম সময় এই কাজ করাসম্ভব হবে না।
বিসিসিআই জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে কোনও সমস্যা হবে না বাংলাদেশ দলের। বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে। বোর্ড মনে করে যে, বাংলাদেশি খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, দলের কর্মকর্তা, বোর্ডের সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। আয়োজোক হিসেবে উপযুক্ত পরিবেশে টুর্নামেন্ট করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা তারা নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও এখনও আইসিসি-র কাছ থেকে তাদের দেওয়া চিঠির জবাবের অপেক্ষা করছে, বলে সূত্রের খবর।
গত বছর অগাস্টে সরকারবিরোধী বিক্ষোভের পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে পৌঁছয়। পরবর্তীতে আন্দোলনকালে প্রাণঘাতী দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগে একটি ট্রাইব্যুনাল কর্তৃক তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে বিসিসিআই সরাসরি রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছে যে সাম্প্রতিক ঘটনাবলীই এই সিদ্ধান্তের কারণ। হাসিনার অপসারণের পর থেকেই হিন্দুরা বাংলাদেশে হিংস্র আক্রমণের শিকার হয়েছে।