Advertisement

Team India Coach: 'কেন আমি পারব না...' ভারতীয় দলের দায়িত্ব নেওয়া নিয়ে বিস্ফোরক KKR কোচ

ভারতীয় দলের (Team India) কোচ কে হবেন তা নিয়ে নানা জল্পনা চলছে। এর মধ্যেই ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন করানো কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakanta Pandit)। কিন্তু তিনি রোহিত শর্মাদের (Rohit Sharma) কোচ হতে পারবেন না। তা তিনি নিজেও জানেন। আর তা নিয়ে আক্ষেপও রয়েছে চন্দ্রকান্তের। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ছ’বারের রঞ্জিজয়ী কোচ সে দুঃখের কথা জানিয়েছেন। 

টিম ইন্ডিয়া (ফাইল ফটো-পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2024,
  • अपडेटेड 5:23 PM IST

ভারতীয় দলের (Team India) কোচ কে হবেন তা নিয়ে নানা জল্পনা চলছে। এর মধ্যেই ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন করানো কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakanta Pandit)। কিন্তু তিনি রোহিত শর্মাদের (Rohit Sharma) কোচ হতে পারবেন না। তা তিনি নিজেও জানেন। আর তা নিয়ে আক্ষেপও রয়েছে চন্দ্রকান্তের। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ছ’বারের রঞ্জিজয়ী কোচ সে দুঃখের কথা জানিয়েছেন। 

কেন কোচ হতে পারবেন না চন্দ্রকান্ত?

ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়েছিল, যিনি আবেদন করবেন তাঁর বয়স অবশ্যই ৬০-এর কম হতে হবে। পণ্ডিতের বয়স ইতিমধ্যেই ৬২ হয়ে গিয়েছে। সেই নিয়মেই আটকে গিয়েছেন তিনি। এ দিকে, ২৭ মে কোচ হিসাবে আবেদন করার সময়সীমা শেষ হয়েছে। এখনও জানা যায়নি গম্ভীর সেই পদে আবেদন করেছেন কি না। চন্দ্রকান্ত বলেন,'আমি ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম। দুর্ভাগ্যবশত, যে যে যোগ্যতামান চাওয়া হয়েছে তাতে আমার আবেদনের অনুমতি নেই। ভারতের কোচ হতে পারলে অবশ্যই খুশি হতাম। ভারতীয় ক্রিকেটকে আরও উন্নত করার জন্য রাজ্য দলগুলিকে নিয়ে অনেক দিন কাজ করছি। তা হলে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে পারব না কেন?'

উল্লেখ্য, এর আগে রবি শাস্ত্রীও এই বয়সের কারণেই ভারতীয় দলের কোচ হিসেবে নিজের কাজ চালিয়ে যেতে পারেননি। যদিও ক্রিকবাজের মতে, গৌতম গম্ভীরের কোচ হিসেবে নিযুক্ত হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, 'আইপিএল-এর এক ফ্র্যাঞ্চেইজির কর্তা তাদের জানিয়েছেন, গম্ভীর ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে চূড়ান্ত হয়ে গিয়েছেন। ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা। পাশাপাশি এক কমেন্টেটর বলেছেন, বিসিসিআই-এর পক্ষ থেকে গম্ভীরকে প্রস্তাব দিয়েছেন।' এর আগে জানা গিয়েছিল, জাস্টিন ল্যাঙ্গার ও রিকি পন্টিংকেও প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। পরে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, কোনও অস্ট্রেলিয়ানকেই প্রস্তাব দেয়নি বিসিসিআই।              

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement