Advertisement

Team India Cricket 2023: বিরাট-রোহিত-রাহুল ওয়ান-ডে টিমে থাকবেন? নতুন বছরে টিম ইন্ডিয়ার ৫ চ্যালেঞ্জ

Team India Cricket 2023: নতুন বছরে টিম ইন্ডিয়ার ৫ চ্যালেঞ্জ। বিরাট-রোহিত-রাহুল কী ওয়ান-ডে টিমে থাকবেন? সিনিয়রদের অফ ফর্মের সঙ্গে একাধিক বড় টুর্নামেন্ট, টিম ইন্ডিয়া নিয়ে বিসিসিআইকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে।

বিরাট-রোহিত-রাহুল ওয়ান-ডে টিমে থাকবেন? নতুন বছরে টিম ইন্ডিয়ার ৫ চ্যালেঞ্জ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 26 Dec 2022,
  • अपडेटेड 2:49 PM IST
  • বিরাট-রোহিত-রাহুল কী ওয়ান-ডে টিমে থাকবেন?
  • নতুন বছরে টিম ইন্ডিয়ার ৫ চ্যালেঞ্জ
  • ওয়ানডে বিশ্বকাপ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ

 Team India Cricket 2023: ভারতীয় দল মীরপুরে (Meerpur) হওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশকে (Bangladesh) হারিয়ে টেস্ট সিরিজ ২-০ তে জিতে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর (2nd Test Championship) ফাইনালের দিকে আরও এক পা বাড়িয়ে দিয়েছে। এ বছর ২০২২ এ ভারতীয় ক্রিকেট টিমের সফর আপাতত সমাপ্ত হয়ে গিয়েছে। আগামী কদিনে আর কোন খেলা নেই। যা খেলা হবে আবার ২০২৩-এ। এখন ভারতীয় দল (Team India) ২০২৩ এ ময়দানে যখন নামবে তখন তাদের সামনে একাধিক লক্ষ্য থাকবে। প্রথমত এ বছর রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এখনও পর্যন্ত ঠিক অস্ট্রেলিয়ার পিছনেই ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে বড় অঘটন না ঘটলে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত যেতে চলেছে। তবে তার আগে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

অন্যদিকে এ বছর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তাতেও ভারতীয় দলকে বেশ কিছু রদবদল আনতে হবে। সিনিয়র খেলোয়াড়দের অনেকেই অফ ফর্মে রয়েছেন। ফলে দল বাছাই একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে ভারতীয় দল সাফল্য পায়নি। ২০২৩-এ সেই একই ভুল পুনরাবৃত্তি করতে চাইবে না কেউ। ২০২১ সালে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ফাইনালে নিউজিল্যান্ডের (New Zealand) কাছে হেরে যায়। এখন ভারতীয় দলের আরও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর মুখে। যেখানে গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবার শেষের দিক থেকে তিন নম্বরে রয়েছে। সামনে ভারতের, অস্ট্রেলিয়ার (Australia) সঙ্গে টেস্ট সিরিজ রয়েছে। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল চার ম্যাচের মধ্যে তিন টেস্ট জিতে নেয়, তাহলে সহজেই ফাইনালে পৌঁছে যাবে। ফাইনাল খেলা হবে ইংল্যান্ডের (England) ওভালে (Oval) জুন মাসে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বদল

ভারতে ২০০৭ সালে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই হওয়ার পর আর কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জেতেনি। ২০২১ এবং ২০২২-এ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন থেকে অনেক দূরে ছিল। এই পরিস্থিতিতে ভারতীয় টি-টোয়েন্টি টিমে বেশ কিছু সংশোধন দরকার। বিসিসিআই এক নতুন অধিনায়কের কথা ভাবছে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়ার পর মিউজিকাল চেয়ারের মতো ভারতীয় দলের অধিনায়ক বদল হয়েছে। কিন্তু কাউকেই সম্পূর্ণ মনে হয়নি। আপাতত মনে হচ্ছে হার্দিক পান্ডিয়াই বিসিসিআইয়ের (BCCI) কাছে পহেলা নম্বর পছন্দ। টি-টোয়েন্টি টিমের অধিনায়কত্বের জন্য।

Advertisement

২০২৩-এ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ

ভারত আগামী বছর অক্টোবরের শেষে ওয়ানডে বিশ্বকাপে (ODI World Cup) আতিথেয়তা করবে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ১২ বছর পর ভারতে ফিরে এসেছে। গতবার এমএস ধোনির (MS Dhoni) টিম খেতাব নিজেদের কাছে রেখেছিল। তারা ফাইনালে শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ভারত ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কোনও আইসিসি টুর্নামেন্ট (ICC Tournament) যেতেনি। এবং ২০২৩ এ এই খরা তারা কাটাতে চাইবে নিশ্চয়ই। তার সুবর্ণ সুযোগ রয়েছে।

খেলোয়াড়দের ভবিষ্যৎ

বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), ভুবনেশ্বর কুমার (Bhubaneshwar Kumar), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং মহম্মদ শামির (Md Shami) বয়স এখন ৩০ বছর পার হয়ে গিয়েছে। অনেকেই মধ্য তিরিশে রয়েছেন। কোহলি, রোহিত, ভুবি এবং শামি লাগাতার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছেন সেখানে রবীন্দ্র জাদেজা চোটের কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে পারেননি। সহ অধিনায়ক হিসেবে বিশ্বকাপে রান করতে পারেননি কেএল রাহুলও (KL Rahul)। এখানে দীনেশ কার্তিক (Dinesh Kartick), রবিচন্দ্রন অশ্বিনের (Rvichandran Ashwin) মত সিনিয়র খেলোয়াড়রাও টি-টোয়েন্টি থেকে অবসর নেননি। এখন তাদের রাখা হবে, নাকি তাদের আবার খেলানো হবে, এ সমস্ত কিছু নিয়ে বিসিসিআইকে নতুন করে ভাবতে হবে।

বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy)

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গত কিছু বছর থেকে খুব তাগড়া হয়েছে। এখন অস্ট্রেলিয়ায় দল ভারতীয় মাটিতে ফেব্রুয়ারি মার্চে চার টেস্ট ম্যাচ খেলতে আসছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করার জন্য ভারতীয় দলের কাছে এই সিরিজ অতীব গুরুত্বপূর্ণ। সঙ্গে ভারত নিজেদের ঘরোয়া রেকর্ড কায়েম রাখতে চাইবে। অস্ট্রেলিয়া ২০০৪ সালের পর ভারতে কখনও জেতেনি। এই পরিস্থিতিতে প্যাট কামিন্সকে অধিনায়ক করতে অস্ট্রেলিয়া দল এখন থেকেই চার ম্যাচে টেস্ট সিরিজের উপর নজর দিয়ে বসে আছে। ভারতে জিৎ হাসিল করতে হলে তাদের নিজেদের সেরা পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে হবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement