Advertisement

Team India For T20 World Cup: গিলের EXIT, থাকলেন স্যামসন, দ্বিতীয় কিপারে সারপ্রাইজ, দেখুন ভারতের T20 বিশ্বকাপ দল

টি২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলল ভারত। পরের বছর টি২০ বিশ্বকাপের অনেক আগেই ঘোষণা হয়ে গেল দল। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ খেলবে ভারত। প্রধান নির্বাচক অজিত আগারকার এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের নির্বাচকরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করল বিসিসিআই।

টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Dec 2025,
  • अपडेटेड 2:43 PM IST

টি২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলল ভারত। পরের বছর টি২০ বিশ্বকাপের অনেক আগেই ঘোষণা হয়ে গেল দল। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ খেলবে ভারত। প্রধান নির্বাচক অজিত আগারকার এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের নির্বাচকরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করল বিসিসিআই।

কারা সুযোগ পেলেন ১৫ জনের দলে?

সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল (ভাইস ক্যাপ্টেন), রিঙ্কু সিং, জাসপ্রীত বুমরা, হর্ষিত রানা, বীরদেব, বীরদেব চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিষাণ (উইকেট কিপার)

বাদ গেলেন গিল

দীর্ঘদিন ধরেই টি২০ ক্রিকেটে রান পাচ্ছিলেন না শুভমন গিল। সে কারণেই বাদ পড়তে হল তাঁকে। একের পর এক ম্যাচে রান পাননি। ফলে তাঁকে দলে রাখা হয়নি। গিল ২৪.২৫ গড়ে এবং ১৩৭ স্ট্রাইক রেটে ২৯১ রান করেছেন, একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি। সঞ্জু স্যামসন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা ম্যাচেই সুযোগ পেয়ে দারুণ খেলেছেন। সে কারণেই তাঁকে ফেরত আনা হল ।   

ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে, এবং ফাইনালটি ২০ মার্চ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের জন্য বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে গ্রুপ এ-তে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (মার্কিন যুক্তরাষ্ট্র), নামিবিয়া, নেদারল্যান্ডস এবং পাকিস্তান।

বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তা ছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। ফলে মহম্মদ সিরাজ, মহম্মদ শামির বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিবেচনা করা হয়নি ঋষভ পন্তকেও। বিশ্বকাপের এই দলই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

উল্লেখযোগ্যভাবে, টিম ইন্ডিয়া তাদের গ্রুপ ম্যাচগুলি চারটি ভিন্ন স্টেডিয়ামে খেলবে। ভারতীয় দলের গ্রুপ ম্যাচগুলি অরুণ জেটলি স্টেডিয়াম (দিল্লি), ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই), আর প্রেমাদাসা স্টেডিয়াম (কলম্বো) এবং নরেন্দ্র মোদী স্টেডিয়াম (আহমেদাবাদ) এ অনুষ্ঠিত হবে।

Advertisement

ভারত বনাম নিউজিল্যান্ড পূর্ণ সূচি
১১ জানুয়ারী: এম ও ডিআই, ভাদোদরা
১৪ জানুয়ারী: ২য় ও ডিআই, রাজকোট
১৮ জানুয়ারী: ৩য় ওডিআই,
২১ জানুয়ারী: প্রথম টি-টোয়েন্টি, নাগপুর
২৩ জানুয়ারী: ২য় টি-টোয়েন্টি,
২৫ জানুয়ারী: ৩য় টি-টোয়েন্টি
 

Read more!
Advertisement
Advertisement