Advertisement

India Vs Australia 2nd Test: বিয়ের সিজন, দিল্লিতে হোটেলই পেল না টিম ইন্ডিয়া

India Vs Australia 2nd Test: বিয়ের সিজনে বিপত্তি, দিল্লিতে হোটেলই পেলেন না বিরাট-রোহিতরা। বদলে তাদের নয়ডাতে একটি হোটেলে শিফট করা হয়েছে। বিয়ের সঙ্গে জি২০ সম্মেলনের ধাক্কায় আগে থেকেই হোটেল বুক করা রয়েছে বলে তিনি জানান।

বিয়ের সিজনে বিপত্তি, দিল্লিতে হোটেলই পেলেন না বিরাট-রোহিতরা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Feb 2023,
  • अपडेटेड 1:18 PM IST
  • বিয়ের সিজনে বিপত্তি
  • দিল্লিতে হোটেলই পেল না টিম ইন্ডিয়া
  • বিরাট-রোহিতদের নয়ডাতে থাকতে হচ্ছে

India Vs Australia 2nd Test: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে ১৭ ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হতে চলেছে। ভারতীয় দলের প্রথম ম্যাচ নাগপুরে ১৩২ রান এবং এক ইনিংসে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল্লিতে পা রেখেছে। এখন তাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে হারার সম্ভাবনা বিনষ্ট করে দেওয়া। পাশাপাশি সিরিজ জয়ের দিকেও অনেকটাই এগিয়ে যেতে পারবে ভারত। ভারতীয় সময়ে টেস্ট ম্যাচ সকাল সাড়ে নটার সময় শুরু হবে।

এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার জন্য একটা বড় খবর সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের খেলোয়াড়দের এবার দিল্লিতে ফাইভ স্টার হোটেলে থাকার কোনও রকম সুযোগ পাচ্ছেন না। এর পেছনে কারণ হলো জি-২০ শিখর সম্মেলন এবং এই মরশুম ফাইভ স্টার হোটেল বুক হয়ে গিয়েছে। সে কারণে ভারতীয় দলের জন্য কোনও হোটেল মিলছে না। শেষ মুহূর্তে বিসিসিআইকে (BCCI) অন্য জায়গায় খেলোয়াড়দের রাখার প্ল্যানিং করতে হচ্ছে।

আরও পড়ুনঃ মহিলা T20 বিশ্বকাপে স্পট ফিক্সিং? র‍্যাডারে বাংলাদেশি ক্রিকেটাররা

জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দল সাধারণভাবে দিল্লির তাজ প্যালেস বা আইটিসি মোরিয়াতে থাকে। কিন্তু এবার নয়ডার কাছে হোটেল লীলাতে তাঁদের থাকতে হচ্ছে। বিসিসিআইয়ের এক আধিকারিক নিউজ এজেন্সি পিটিআইকে দেওয়া একটি খবরে বিষয়টি জানিয়েছেন। বিসিসিআইয়ের ওই আধিকারিক জানিয়েছেন যে, হোটেল লীলাতে সুযোগ সুবিধাগুলি ভালো রয়েছে। অপরিহার্য কারণে এই বদল আনতে হয়েছে। আমাদের অনেক চিন্তাভাবনা করেই হোটেলে শিফট করতে হচ্ছে।

বিরাট কোহলিকে নিয়ে এই আপডেট

যদিও বিরাট কোহলি টিমের সঙ্গে থাকছেন না। গুরুগ্রামে রয়েছেন। কোহলি নিজের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য গুরুগ্রামের নিজের ঘরে থাকছেন। তিনি দলের ম্যানেজারের কাছ থেকে সেই অনুমতিও নিয়ে নিয়েছেন।ভারত লম্বা সময় পরে দিল্লিতে টেস্ট ম্যাচ খেলছে। সে কারণে কোহলি, দিল্লি NCR-এ নিজের পারিবারিক সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাকে ফ্যামিলি নিয়ে লম্বা ড্রাইভে যেতে দেখা গিয়েছে।

Advertisement

বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে নিজের পুরনো ফর্ম পাওয়ার জন্য করা পরিশ্রম করছেন এবং তিনি ট্রেনিংয়ের জন্য রাহুল দ্রাবিড়ের দ্বারস্থ হয়েছেন। নাগপুরের প্রথম টেস্ট ম্যাচের কোহলি ফিল্ডার হিসেবে দুটি ক্য়াচ গলিয়েছেন। যা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে দ্রাবিদের সঙ্গে মিলে তিনি ফিল্ডিং ডিপার্টমেন্টে আরও উন্নতি করতে চেষ্টা করছেন। বিরাট কোহলি বৃহস্পতিবার টিম হোটেলে চেক ইন করতে পারেন।

দিল্লিতে টিম ইন্ডিয়ার জিৎ নিশ্চিত

ভারতীয় দল যেভাবে ফর্মে রয়েছে, তাদের দিল্লিতে তাদের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লি এক রকম ভারতীয় দলের কাছে অভেদ্য কেল্লা হিসেবে উঠে এসেছে। দেখা যাচ্ছে ভারত ১৯৮৭ সালের পর দিল্লিতে কোনও টেস্ট ম্যাচ হারেনি। ভারত দিল্লিতে ৩৪ টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে ১৩ টি ম্যাচে তারা জিতেছে। বাকি ৬টি ম্যাচে তারা হেরেছে। তাও ১৯৮৭ সালের আগে। বাকিগুলি ড্র হয়েছে। অস্ট্রেলিয়া দল দিল্লিতে মোট ৭ টি টেস্ট ম্যাচ খেলেছে এবং তারা ১৯৫৯ সালের পর এখানে কোনও ম্যাচ জিততে পারেনি।

দ্বিতীয় টেস্টের ভারতের পুরো দল 

রোহিত শর্মা (ক্যাপ্টেন), কে এল রাহুল (ভাইস ক্যাপ্টেন), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেট কিপার) ইশান কিষান (উইকেট কিপার), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, সূর্য কুমার যাদব এবং উমেশ যাদব।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement