Advertisement

World Test Championship Final: ম্যাচ শেষের আগেই WTC ফাইনালে ভারত, কীভাবে?

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) চতুর্থ টেস্ট শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্র করায় ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া। অন্যদিকে ড্র হওয়ার পথেই এগোচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। শেষ দিনে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটে বড়োসড়ো কিছু পরিবর্তন না হলে ম্যাচ ড্র হওয়া সময়ের অপেক্ষা।

টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2023,
  • अपडेटेड 12:58 PM IST
  • টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
  • ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শেষ হওয়ার আগেই ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) চতুর্থ টেস্ট শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড (New Zealand vs Sri Lanka) হারিয়ে দেওয়ায় ফাইনালে চলে গেল ভারত (Team India)। অন্যদিকে ড্র হওয়ার পথেই এগোচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। শেষ দিনে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটে বড়োসড়ো কিছু পরিবর্তন না হলে ম্যাচ ড্র হওয়া সময়ের অপেক্ষা। ভারত নিজেদের জায়গা সুরক্ষিত রাখতে পেরেছে কেন উইলিয়ামসনদের (Kane Williamson) জন্য।  

কীভাবে ফাইনালে ভারত?

চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে পরিস্থিতি এমন ছিল যে, এই ম্যাচে জিততে পারলে তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচ ড্র হলে ভারতকে তাকিয়ে থাকতে হত শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ম্যাচের দিকে। দুই ম্যাচের এই সিরিজে দুটি ম্যাচই শ্রীলঙ্কা জিতে গেলে বিদায় নিতে হত ভারতীয় দলকে। তবে এখন পরিস্থিতি একেবারে ভিন্ন। উইলিয়ামসনের শতরানের ওপর ভিত্তি করে ম্যাচে জয় পায় কিউয়িরা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে দুই উইকেটে জয় তুলে নেয় কিউয়িরা। 

আরও পড়ুন

শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের প্রথম টেস্টে, কিউয়িদের হারের সম্ভাবনা প্রায় চলে দিয়েছিল চতুর্থ দিনই। কারণ শেষদিনে নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হত ২৫৭ রান। হাতে ছিল নয় উইকেট। ফলে দ্রুত ম্যাচের পট পরিবর্তন না হলে শ্রীলঙ্কার এই ম্যাচে জেতা কঠিন ছিল। আর এই ম্যাচে শ্রীলঙ্কা হারলে বা ড্র করলে এমনিতেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলতেন রোহিত শর্মারা। আর ঠিক সেটাই হল।

আহমেদাবাদ টেস্টে জয় পেলে ভারতের পয়েন্ট হবে ৬২.৫ শতাংশ। তবে এই টেস্ট ড্র হলে ৫৮.৭ শতাংশ পয়েন্টে থাকবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা যদি সিরিজের দুই টেস্টেই জয় পেত তবে তাদের পয়েন্ট হত ৬১.১ শতাংশ। এমনটা হলে ফাইনালে পৌঁছে যেতে পারত শ্রীলঙ্কা। প্রথম টেস্ট হারের পর শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট জিতলেও তাদের পয়েন্ট হবে ৫২.৭৭। একটা ম্যাচ জিতলে আর একটা ম্যাচ ড্র হলে শ্রীলঙ্কার পয়েন্ট হত ৫৫.৫৫ শতাংশ। ফলে দুই ম্যাচ জেতা ছাড়া গতি ছিল না শ্রীলঙ্কার। আজই শেষ হবে দুই টেস্ট। তবে তার আগেই ফাইনালে পৌঁছে গেল ভারত।

Advertisement

অস্ট্রেলিয়া ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে। ইন্দোর টেস্টে ভারতকে নয় উইকেটে হারিয়েই ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেই স্টিভ স্মিথদের অস্ট্রেলিয়া। ৭জুন থেকে ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ভারত ফাইনালে যাওয়া নিশ্চিত ধরেছে। পরপর দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে খেললেও হারতে হয়েছিল বিরাট কোহলির ভারতীয় দলকে। রোহিতরা কি পারবেন ইতিহাস গড়তে?

Read more!
Advertisement
Advertisement