Advertisement

Team India Return Update: বিশ্বজয়ী টিম ইন্ডিয়া কবে দেশে ফিরছেন? বড় আপডেট BCCI-এর

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ী ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) কবে দেশে ফিরবে? এরপর কীভাবে স্বাগত জানানো হবে টিম ইন্ডিয়াকে (Team India)? এমন অনেক প্রশ্ন ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে রয়েছে। তবে এখন জানা যাচ্ছে বৃহস্পতিবার ভোরে দিল্লি ফিরবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। 

Team IndiaTeam India
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jul 2024,
  • अपडेटेड 1:16 PM IST

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ী ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) কবে দেশে ফিরবে? এরপর কীভাবে স্বাগত জানানো হবে টিম ইন্ডিয়াকে (Team India)? এমন অনেক প্রশ্ন ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে রয়েছে। তবে এখন জানা যাচ্ছে বৃহস্পতিবার ভোরে দিল্লি ফিরবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। 
 

কখন ভারতে ফিরছেন ভারতীয় দলের ক্রিকেটাররা?
২৯ শে জুন বার্বাডোসে টি-টোয়েন্টি কাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৭ রানে হারানোর পর, দেশে ফিরতে পারেননি রোহিত শর্মারা। প্রবল ঝড়ের জন্য দেশে ফিরতে পারেনি তাঁরা। বার্বেডোজেই আটকে থাকতে হয়েছে ভারতীয় দলকে। তবে রোহিতরা কবে ভারতে ফিরছেন তা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। 'আজ তক'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে টিম ইন্ডিয়া সরাসরি দিল্লি আসবে। ভারতীয় ক্রিকেট দলের ফ্লাইট দিল্লি পৌঁছবে সকাল ৬টায়।

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় সহ দলের প্রায় ২০ জন সদস্য আটকে রয়েছেন বার্বেডোজে। যাদের সঙ্গে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ভারতীয় দলের সঙ্গে বার্বাডোস থেকে দিল্লি যাওয়ার বিশেষ চার্টার্ড ফ্লাইটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ও ভারতীয় দলে ফেরার বিষয়ে একটি বড় আপডেট দিয়েছিল। 

BCCI সহ-সভাপতি রাজীব শুক্লা ২ জুলাই একটি আপডেট দিয়েছিলেন, রাজীব শুক্লা X-এ তাঁর পোস্টে লিখেছেন- 'ঈশ্বরকে ধন্যবাদ যে টিম ইন্ডিয়া বার্বাডোস থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে তারা সেখানে তিন দিন আটকে ছিলেন।' রাজীব শুক্লা তাঁর পোস্টে লিখেছেন, 'বিসিসিআই খেলোয়াড়দের নিরাপদে বাড়ি ফেরার জন্য সমস্ত ব্যবস্থা করেছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নিজেই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।'


 

আর টি২০ খেলতে দেখা যাবে না তিন তারকাকে
গোটা টুর্নামেন্ট দারুণ খেলে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। একটাও ম্যাচ হারেনি তারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement