এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটের 'ট্রিপল ডোজ' পেতে চলেছেন ক্রিকেট প্রেমীরা। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022। এরপর বছরের শেষে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে এশিয়া কাপও খেলা হবে, যেখানে ভারত-পাকিস্তান দল আবারও মুখোমুখি হবে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, তবে টিম ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল। এবার শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে ভারতীয় দল। ভক্তরা বিশ্বকাপ নিয়ে কতটা আগ্রহী তার একটা ধারণা পাওয়া গেছে এখনই। দেখা গেছে, আইপিএল ম্যাচ চলাকালীন এক ক্রিকেট ভক্তের প্ল্যাকার্ড হাতে বিশ্বকাপের জন্য তাঁর মনের মতো দল সাজাতে।
বুধবার ঠিক এরকমই কিছু ঘটে। দিল্লি ক্যাপিটালস (DC) বনাম রাজস্থান রয়্যালস (RR) এর দল মুখোমুখি হয়। সেই ম্যাচে ঋষভ পান্তের নেতৃত্বাধীন দিল্লি দল ৮ উইকেটে জেতে। এই ম্যাচেই এক ক্রিকেট প্রেমিকে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে তাতে বিশ্বকাপের ভারতীয় দলের সদস্যদের নাম। তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কাদের বিশ্বকাপের দলে জায়গা দিয়েছেন দর্শকরা?
এই ভক্ত রোহিত শর্মাকে অধিনায়ক বানিয়েছেন। সেই সঙ্গে বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, রাহুল তেওয়াটিয়া, ঋষভ পান্ত এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে রেখেছেন। তবে তাঁর এই পছন্দ নিয়ে কিছু নেটিজেনরা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।
কোহলি ও রোহিতকেও বাদ দেওয়ার পরামর্শ
কেউ আবার মন্তব্য করে লিখেছেন, 'দীপক চাহারের জায়গায় টি নটরাজনকে নেওয়া উচিত, সিরাজের জায়গায় হার্শাল প্যাটেল হওয়া উচিত। বাকি ঠিক আছে। আর হার্দিক পান্ডিয়ার বল করা উচিত।" কেউ আবার কোহলি ও রোহিতকেও বাদ দেওয়ার পরামর্শ দেন।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে অস্ট্রেলিয়া। বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
সূচি অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ অক্টোবর থেকে সুপার-টুয়েলভ রাউন্ড শুরু হবে, যেখানে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিপরীতে। ২৩ অক্টোবর টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।