Advertisement

Hardik Pandya On India vs Pakistan: 'বোঝা যাবে কাদের কত দম...' ভারত vs পাক ম্যাচের আগে হুঙ্কার হার্দিকের

বিশ্বকাপের আগে এশিয়া কাপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রায় সমস্ত দলই। এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এই টুর্নামেন্টে একবার নয়, তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।

হার্দিক পান্ডিয়া ও বাবর আজমহার্দিক পান্ডিয়া ও বাবর আজম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2023,
  • अपडेटेड 10:17 AM IST

বিশ্বকাপের আগে এশিয়া কাপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রায় সমস্ত দলই। এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এই টুর্নামেন্টে একবার নয়, তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।


পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে রীতিমত ফুটছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামার আগে উত্তেজিত ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। প্রতিপক্ষ সব দলকেই গুরুত্ব দিচ্ছেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। রবিবার ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। হার্দিক মনে করেন, প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষায় বসতে হতে পারে ভারতীয় দলকে। ভারতীয় দলের সহ-অধিনায়ক বলেছেন, ‘ভারত-পাক ম্যাচের সঙ্গে আবেগ জড়িয়ে থাকে। ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন। আমরা দল হিসাবে ভাল ক্রিকেট খেলতে চাই পাকিস্তানের বিরুদ্ধে। ওরা বেশ শক্তিশালী দল। সম্প্রতি এক দিনের ক্রিকেটে ওদের পারফরম্যান্সও ভাল। গোটা দুয়েক প্রতিযোগিতার ফাইনালও খেলেছে। অস্বীকার করার জায়গা নেই। এই ম্যাচে চাপ থাকেই। তবে আমরা মাঠের বাইরের বিষয়গুলো বাইরেই রাখতে চাই। মাঠে নেমে অন্য কিছু মাথায় না রেখে ভাল খেলাই আমাদের একমাত্র লক্ষ্য।’

হার্দিক আরও বলেন, ‘আমরা ক্রিকেটার। দিনের শেষে আমরাও মানুষ। যদিও এই ম্যাচ নিয়ে আমরা খুব বেশি আবেগপ্রবণ হতে পারি না। কিছু সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা তৈরি হয়। কিছু হয়তো আমরা মানতে পারি না। আসলে এটা সব সময় কঠিন ম্যাচ। এই ধরনের ম্যাচ আপনার ব্যক্তিত্ব, চরিত্রের পরীক্ষা নেয়। আপনি কতটা গভীর জলে সাঁতার কাটতে পারেন, তার পরীক্ষা নেই এই ধরনের ম্যাচ। আর এই চ্যালেঞ্জগুলোই ক্রিকেটার হিসাবে আমাকে উত্তেজিত করে। সত্যি বলতে, পাকিস্তান ম্যাচের জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’


এবারের এশিয়া কাপের গ্রুপ-এ-তে রয়েছে ভারতীয় দল। পাকিস্তান, ভারত ছাড়াও এই গ্রুপে থাকছে নেপাল। পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর, নেপালের বিরুদ্ধেও ম্যাচে খেলতে হবে ভারতীয় দলকে। যদিও এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ ভারতীয় দল। তবে সুপার ফোর পর্বে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দলগুলির সঙ্গে খেলতে হবে। এশিয়া কাপ খেলতে বুধবারই শ্রীলঙ্কার ক্যান্ডিতে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা।  

Advertisement


   
 

Read more!
Advertisement
Advertisement