Advertisement

India vs Zimbabwe: জিম্বাবোয়েকে প্রথম একদিনের ম্যাচে ১০ উইকেটে হারাল KL রাহুলের ভারত

একটাও উইকেট না হারিয়ে জয় তুলে নেয় ভারত। অনেকদিন পর ভারতীয় দলে সুযোগ পেলেও ওপেন করতে নামেননি ভারতের অধিনায়ক কেএল রাহুল। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও শুভমন গিল (Subhman Gill) ওপেন করতে নামেন। দুইজনেই ভারতকে জয়ের পথে নিয়ে যান।

দুই ওপেনারের দাপটে জিতল ভারত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2022,
  • अपडेटेड 7:49 PM IST
  • প্রথম ম্যাচে জিতল ভারত
  • ১০ উইকেটে হারাল জিম্বাবোয়েকে

জিম্বাবোয়েকে (Zimbabwe) ১০ উইকেটে হারাল ভারত (Team India)। হারারেতে প্রথম একদিনের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul)। ১৮৯ রানে সব উইকেট হারায় জিম্বাবোয়ে। সর্বোচ্চ রান ক্যাপ্টেন চাকাভবার। ৫১ বল খেলে ৩৫ রান করেন তিনি। ব্র্যাড ইভানস ২৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪২ বলে ৩৪ রান করেন রিচার্ড। ভারতের হয়ে দারুণ বল করেন দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল। তিন জনেই তিনটি করে উইকেট তুলে নেন। মহম্মদ সিরাজ ১ উইকেট নেন। 

১০ উইকেটে জিতল ভারত

একটাও উইকেট না হারিয়ে জয় তুলে নেয় ভারত। অনেকদিন পর ভারতীয় দলে সুযোগ পেলেও ওপেন করতে নামেননি ভারতের অধিনায়ক কেএল রাহুল। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও শুভমন গিল (Subhman Gill) ওপেন করতে নামেন। দুইজনেই ভারতকে জয়ের পথে নিয়ে যান। ১১৩ বলে ৮১ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। অন্যদিকে আক্রমনাত্মক ব্যাটিং করেন অপর ওপেনার শুভমন গিল। মাত্র ৭২ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। ১০টা চার আর একটা ছক্কায় সাজান তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ১১৩.৮৯। ওয়াইড বল করে ২১ রান দিয়ে দেন জিম্বাবোয়ে বোলাররা।

আরও পড়ুন: সম্পর্কে ভাঙন! ধনশ্রী-চাহালের সোশ্যাল মিডিয়া পোস্ট বাড়াচ্ছে জল্পনা

দারুণ ছন্দে বোলাররা 

তবে কেন এতদিন পরে সুযোগ পাওয়া রাহুল কেন ওপেন করলেন না তা পরিষ্কার নয়। তবে দলের জয়ে দারুণ খুশি ক্যাপ্টেন রাহুল। তবে আরও বেশি খুশি দলে ফিরতে পেরে। ম্যাচ শেষে তিনি বলেন, ''আমরা অনেক ক্রিকেট খেলি এবং সেই জন্যই বারবার চোট লাগে। খেলা থেকে দূরে থাকা সত্যিই কঠিন। এটা সত্যি একটি কঠিন সময়। আমরা (রাহুল, কুলদীপ এবং দীপক) বেঙ্গালুরুতে একসঙ্গে রিহ্যাব করেছি।'' 

Advertisement

আরও পড়ুন: 'মৃত্যুর আগে আমার সঙ্গে রিলেশনে ছিলেন ওয়ার্ন,' হঠাত্‍ দাবি ৫১ বছরের মডেলের

বোলারদের পারফরম্যান্সে খুশি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। তিনি বলেন, ''উইকেটে বাউন্সের পাশাপাশি কিছুটা সুইং এবং সীম মুভমেন্টও ছিল, বোলাররা শৃঙ্খলা বজায় রেখে বল করে গিয়েছে। তাদের উইকেটগুলো তুলে নিতে দেখে ভাল লেগেছে। দল হিসেবে আমরা ভালো ফর্মে রয়েছি। এটা দেখে ভালো লাগছে যে আমরা সবাই যথেষ্ট খেলার সময় পাচ্ছি।'' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement