Advertisement

Tifo In IPL: ফুটবলের পর এবার ক্রিকেটেও টিফো, LSG ফ্যানদের কী বললেন মোহনবাগানীরা?

ফুটবল মাঠে এতদিন দেখা যেত টিফো। আর এবার তা দেখা গেল ক্রিকেট মাঠেও। ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ফুটবলের সমর্থকরা ডার্বি (Kolkata Derby) তো বটেই হোম ম্যাচেও এই টিফো নিয়ে যাওয়া অভ্যাসে পরিনত করে ফেলেছেন কলকাতার দুই বড় দলের সমর্থকরা। তবে এবার আইপিএল-এও (IPL 2024) দেখা গেল সেই টিফো। লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giant) ম্যাচে। শনিবার রাতে ঘরের মাঠে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ ছিল লখনউর। সেই ম্যাচে দেখা যায় এই টিফো।

লখনউ ফ্যানদের টিফো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2024,
  • अपडेटेड 1:39 PM IST
  • IPL-এ প্রথম দেখা গেল টিফো
  • ইতিহাস গড়লেন LSG ফ্যানরা

ফুটবল মাঠে এতদিন দেখা যেত টিফো। আর এবার তা দেখা গেল ক্রিকেট মাঠেও। ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ফুটবলের সমর্থকরা ডার্বি (Kolkata Derby) তো বটেই হোম ম্যাচেও এই টিফো নিয়ে যাওয়া অভ্যাসে পরিনত করে ফেলেছেন কলকাতার দুই বড় দলের সমর্থকরা। তবে এবার আইপিএল-এও (IPL 2024) দেখা গেল সেই টিফো। লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giant) ম্যাচে। শনিবার রাতে ঘরের মাঠে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ ছিল লখনউর। সেই ম্যাচে দেখা যায় এই টিফো।

তবে এই প্রথা শুধুভারতে নয়, বিশ্ব ফুটবলেও চালু রয়েছে। তবে ক্রিকেটে এই ধরনের টিফো দেখা যায় না অন্য দেশের ক্রিকেট ম্যাচেও। সেই টিফোতে লেখা হয়েছে, বার্তাটিতে লেখা আছে – আদব সে হারঙ্গে (আপনাকে সুন্দরভাবে হারাবে)। এদিকে মোহনবাগানের এক ফ্যান ক্লাব মেরিনার্স এরিনা এই ছবি শেয়ার করে লখনউ সুপার জায়েন্টকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা। সেই ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

পঞ্জাব আবার লখনউয়ের কাছে হেরে চাপে পড়ে গেল। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও, পরপর দুই ম্যাচ হেরে এখন প্রবল চাপে পড়ে গিয়েছেন শিখর ধাওয়ানরা। তাঁরা পয়েন্ট টেবলেও নেমে গিয়েছেন ছয়ে। আরসিবি-র মতো পঞ্জাব কিংসও এবারের মরশুমে তিন ম্যাচ খেলে ফেলল। তাদের পয়েন্ট ২। পঞ্জাবের নেট রানরেট বর্তমানে -০.৩৩৭। শনিবার পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট টেবলে বড় লাফ দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তারা নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে শিখর ধাওয়ানদের ২১ রানে হারিয়ে পয়েন্ট টেবলের লাস্টবয়ের তকমা মুছে ফেলে। এক লাফে পাঁচে উঠে আস লখনউ। ২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২। লখনউয়ের নেট রানরেট +০.০২৫।

Advertisement

     

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করে লখনউ। ক্রুণাল ২২ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিল পঞ্জাব। ওপেনিং জুটিতে ১০২ রান ওঠে। ধাওয়ান ও জনি বেয়ারস্টো মারমুখী মেজাজে ছিলেন। লখনউয়ের কোনও বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারছিলেন না।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement