Advertisement

Tokyo Paralympics : প্যারা অলিম্পিক্সে ইতিহাস, পদক তালিকায় ১৯ তম স্থান অর্জন ভারতের

ইতিহাস গড়ে ফিরছে ভারত। এ যাবতকালের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন তো বটেই, সেরা ২৫ এর তালিকায় ১৯ নম্বরে শেষ করল ভারতীয় প্যারা অলিম্পিক্স দল।

ইতিহাসের পাতায়
Aajtak Bangla
  • টোকিও,
  • 05 Sep 2021,
  • अपडेटेड 2:13 PM IST

প্যারা অলিম্পিকের ইতিহাসে এবার নয়া ইতিহাস ভারতীয়দের। ইতিমধ্যেই কয়েকদিন আগেই পদক তালিকায় ভারত নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করে ফেলেছিল। যত দিন গড়িয়েছে, পদকের তালিকার সংখ্যা আরও বেড়েছে।

পদক তালিকায় ২৫ নম্বরে

টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত ইতিহাস তৈরি করেছে। পদক তালিকায় ২৫ তম স্থান অর্জন করে প্যারা অলিম্পিক ২০২০ তেও একইভাবে ভারত ইতিহাস তৈরি করল। ভারত ফিরছে ১৯ টি পদক নিয়ে। এটাই এখনও পর্যন্ত প্যারা অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা প্রদর্শন।

ভারতের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন

এর মধ্যে রয়েছে ৫ টি সোনা, ৮ টি রূপো এবং ৬ টি ব্রোঞ্জ। সেই সঙ্গেই ভারত প্রথম ২৫ এর মধ্যে জায়গা করে নিয়েছে। ভারতের পদক তালিকা ক্রম সংখ্যা ১৯। এটাও যে কোনও বহু দেশীয় প্রতিযোগিতায় ভারতের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন।

১৯৬৮ সাল থেকে অংশ নিয়ে এবারই সেরা

এর আগে ২০১৮ তে সামার ইউথ অলিম্পিকে ভারত ১৩ টি পদক পেয়েছিল। এর আগে ভারতের সর্বশ্রেষ্ঠ  অলিম্পিক প্রদর্শন ছিল ১৪ পদক। সেই সংখ্যাকে তারা এবার পার করে গিয়েছে। ভারত প্রথম প্যারা অলিম্পিকে অংশ নেয় ১৯৬৮ সালে। তারপর থেকে ২০১৬ সাল পর্যন্ত বারোটি মেডেল জিতেছিল। কিন্তু সেই ভারত যখন এবার টোকিও থেকে ফিরছে, নিজেদের মানকে অনেক উঁচু করে বেঁধে ফেলেছে।

উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীও

ভারতীয়রা শেষবার রিও অলিম্পিকে ১৯ জন অংশ  নিয়ে ৪ টি পদক পায়। এবার ভারতীয় দলে ছিল ৫৪ জন। তাদের কাছ থেকে কিছুটা প্রত্যাশা থাকলেও, এত ভালো ফল হবে সেটা ভেবে পাননি। তাই তাদের সাফল্যে উদ্বেলিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে ভারতীয় প্যারা অলিম্পিক পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শুটিং, জ্যাভলিন সহ বিভিন্ন ক্যাটেগরিতে ভারত পদক তুলে নিয়ে এসেছে। যা ভারতের সার্বিক খেলাধুলার বিকাশের উন্নতির পরিচায়ক।

Advertisement

কারা পদক পেলেন ?

অবনী লেখারা - সোনা - ১০ মিটার এয়ার রাইফেল প্রমোদ ভগত - সোনা - ব্যাডমিন্টন কৃষ্ণ নগর - স্বর্ণ - ব্যাডমিন্টন সুমিত অ্যান্টিল - সোনা - জ্যাভলিন থ্রো মনীশ নারওয়াল - সোনা - ৫০ মি পিস্তল ভাবিনাবেন প্যাটেল - রৌপ্য - টেবিল টেনিস সিংরাজ - রূপা - ৫০ মি পিস্তল যোগেশ কাঠুনিয়া - রূপা - ডিসকাস নিষাদ কুমার - রৌপ্য - হাই জাম্প মারিয়াপ্পান থাঙ্গাভেলু - রূপা - হাইজাম্প প্রবীণ কুমার - রৌপ্য - হাইজাম্প দেবেন্দ্র ঝাজারিয়া - রূপা - জ্যাভেলিন সুহাস ইয়াতিরাজ - রৌপ্য - ব্যাডমিন্টন অবনী লেখারা - ব্রোঞ্জ - মহিলাদের ৫০ মিটার রাইফেল হরবিন্দর সিং - ব্রোঞ্জ - তীরন্দাজি শারদ কুমার- ব্রোঞ্জ - হাই জাম্প মনোজ সরকার - ব্রোঞ্জ - ব্যাডমিন্টন সিংরাজ - ব্রোঞ্জ - এয়ার পিস্তল টোকিও প্যারালিম্পিকে ভারতের পদকের ক্রীড়া-ভিত্তিক তালিকা অ্যাথলেটিক্স - 8 শুটিং - 5 ব্যাডমিন্টন - 4 তীরন্দাজি - ১ টেবিল টেনি - ১

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement