Advertisement

Team India: রোহিত-বিরাটদের টা টা বাই বাই? পরিবর্তনের পর্ব শুরু টিম ইন্ডিয়ায়

ভারতীয় দলে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে চলতি বছরে। কারণ, বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসরের কাছাকাছি। এহেন পরিস্থিতিতে তিন ফর্ম্যাটেই বদল ঘটতে পারে। কী ভাবে? 

রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ারোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2023,
  • अपडेटेड 6:35 PM IST

২০২৩ সালটি ভারতীয় ক্রিকেট টিমের জন্য বেশ তাত্‍পর্যপূর্ণ হতে চলেছে। এই বছরেই ক্রিকেট বিশ্বকাপ। আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতীয় দলে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে চলতি বছরে। কারণ, বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসরের কাছাকাছি। এহেন পরিস্থিতিতে তিন ফর্ম্যাটেই বদল ঘটতে পারে। কী ভাবে? 

টেস্ট টিম: ভারতের টেস্ট টিম বর্তমানে রোহিত শর্মা ও কেএল রাহুলের জুটির নেতৃত্বে এগোচ্ছে। রোহিতের সঙ্গে শুভমন গিলকেও সুযোগ দেওয়া হচ্ছে। কেএল রাহুলকে মিডল অর্ডারে খেলানো হচ্ছে। চেতেশ্বর পুজারা ও অজিঙ্ক রাহানে জুটিকে সম্প্রতি টেস্ট স্কোয়াডে বাদ দেওয়া হয়। পরে পুজারা ফিরতে পারলেও রাহানে পারলেন না। তার জায়গায় শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবের মতো প্লেয়াররা টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পেলেন। বোলারদের মধ্যে ইশান্ত শর্মার আর জায়গা নেই টেস্ট টিমে। তার জায়গায় মহম্মদ সিরাজ চলে এসেছেন।

আরও পড়ুন

ওয়ানডে টিম: ২০২৩ সাল মানেই একদিনের ক্রিকেটের বিশ্বকাপের বছর। তাই ওয়ানডে টিমেও বড় বদল দেখার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ওয়ানডে টিমে শিখর ধাওয়ানের ছুটি হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া এখন বিশ্বকাপে রোহিত শর্মা ও শুভমন গিলকেই ওপেনিং জুটিতে ভাবছে। কেএল রাহুলকে নিয়ে যাওয়া হচ্ছে মিডল অর্ডারে। রাহুল উইকেট কিপিংও সামলাচ্ছেন। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার ও সূর্যকুমারের জায়গা মোটামুটি পাকাপাকি মনে হচ্ছে। ওদিকে সূর্যকুমার যাদব ও ইশান কিসানের কড়া টক্কর চলছে।  

ওয়ানডে টিমে বোলারদের বিষয়টি দেখলে, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ, এই তিনজনকে নিয়েই বিশ্বকাপে নামতে পারে ভারত। স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালের জুটি থাকতে পারেন। অলরাউন্ডার লিস্টে রবীন্দ্র জাডেজার জায়গায় ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে।

Advertisement

T20 টিম: ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে হারের পরেই দেখা গিয়েছে, টি২০ ফর্ম্যাটে টিমে বড় বদল ঘটানো হচ্ছে। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে টি২০ টিম থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেএল রাহুলকেও ব্রেক দেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে। একটি বিষয় স্পষ্ট, পরের বার টি২০ বিশ্বকাপে হার্দিককেই নেতৃত্বের দায়িত্ব দিতে চলেছে বিসিসিআই।

 

Read more!
Advertisement
Advertisement