Advertisement

East Bengal: সোমবার কলকাতায় আরও ২ বিদেশি, জামশেদপুর ম্যাচের আগে আরও শক্তিশালী ইস্টবেঙ্গল

নর্থইস্ট, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারের পর অবশেষে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেতে যথেষ্ট কষ্ট করতে হলেও তিন পয়েন্ট পাওয়ায় দারুণ খুশি লাল-হলুদ সমর্থকরা। জামশেদপুরের বিরুদ্ধে এমন ফুটবল খেললে যে দল বিপদে পড়বে তা ভালভাবেই জানেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে তাঁর চিন্তা কিছুটা হলেও দূর হচ্ছে। কারণ, দলে রবিবারই যোগ দিচ্ছেন সিভেরিও টোরো। আরও এক নতুন সই করা বিদেশি আলেকজান্ডার আসছেন সোমবার। অর্থাৎ খালিদ জামিলের দলের বিরুদ্ধে নামার আগে ছয় বিদেশিকেই পেয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। 

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2024,
  • अपडेटेड 11:31 AM IST

নর্থইস্ট, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারের পর অবশেষে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেতে যথেষ্ট কষ্ট করতে হলেও তিন পয়েন্ট পাওয়ায় দারুণ খুশি লাল-হলুদ সমর্থকরা। জামশেদপুরের বিরুদ্ধে এমন ফুটবল খেললে যে দল বিপদে পড়বে তা ভালভাবেই জানেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে তাঁর চিন্তা কিছুটা হলেও দূর হচ্ছে। কারণ, দলে রবিবারই যোগ দিচ্ছেন সিভেরিও টোরো। আরও এক নতুন সই করা বিদেশি আলেকজান্ডার আসছেন সোমবার। অর্থাৎ খালিদ জামিলের দলের বিরুদ্ধে নামার আগে ছয় বিদেশিকেই পেয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। 

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে কুয়াদ্রাত জানিয়েছিলেন, 'আগামীকাল আমাদের দলে যোগ দিচ্ছে আরও এক বিদেশি।' সেই বিদেশি টোরো না আলেকজান্ডার তা তখনঅ বলেননি কোচ। তবে পরে জানা যায় চোট থেকে সুস্থ হয়ে ফিরছেন টোরো। আর অন্যদিকে ভিসা সমস্যা মিটিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ডিফেন্ডার আলেকজান্ডার। আগামি দুই দিনের মধ্যেই দুই ফুটবলারকে পেয়ে যাবেন কুয়াদ্রাত। তবে জামশেদপুর ম্যাচের আগে খুব বেশি সময় হাতে নেই ইস্টবেঙ্গল কোচের। এর মধ্যেই দলের মাঝমাঠে ব্লকিং-এর সমস্যা কাটিয়ে উঠতে হবে তাঁকে। লাল-হলুদের লক্ষ্য থাকবে এই মরসুমে প্লে অফে জাাগয় পাকা করা। সেই কারণে তাদের প্রথম ছয়ে থাকতে হবে। 

ডার্বি ম্যাচের সময় চোট পেয়েছিলেন সিভেরিও। তাঁকে তা সারাতে স্পেনে যেতে হয়। এর মধ্যেই দলের নির্ভরযোগ্য ফুটবলার পার্দো চোট পেয়ে বাকি মরসুমের জন্য দলের বাইরে চলে যেতেই আলেকজান্ডারের নাম ঘোষনা করে ইস্টবেঙ্গল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিদের বিরুদ্ধে খেলেছেন তিনি। ফলে তাঁর সই হওয়া আশা জাগিয়েছে সমর্থকদের মধ্যে। দলে ফিরতেই গোল পেয়ে গিয়েছেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। ফলে এর সঙ্গে সিভেরিও যোগ দিলে দলের ভারসাম্য আরও বাড়বে। শনিবার ইস্টবেঙ্গলের খেলা দেখে মন ভরেনি ফ্যানদের। তার মধ্যেই তিন পয়েন্ট পাওয়ায় স্বস্তি মিলেছে। 

Advertisement

আরও পড়ুন

এর মধ্যেই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। আরও বিনিয়োগ আনতে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন লাল-হলুদ কর্তারা। কো স্পন্সর এনে দল ঢেলে সাজাতে হলে টাকা দরকার। সেই কারণেই এই পদক্ষেপ নিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব।            

Read more!
Advertisement
Advertisement