Advertisement

Under 19 World Cup Womens T20 India Vs England: ভারতের মেয়েদের ইতিহাস, জিতল অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

Under 19 World Cup Womens T20 India Vs England: ইতিহাস গড়ল শেফালি-রিচারা। ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলা টি২০ বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। টস জিতে ফিল্ডিং নেয় ভারত। বাংলার তিতাসের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৬৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

বিশ্বজয়ী ভারত। সৌজন্যে : BCCI Womenবিশ্বজয়ী ভারত। সৌজন্যে : BCCI Women
Aajtak Bangla
  • মুম্বই,
  • 29 Jan 2023,
  • अपडेटेड 7:57 PM IST
  • ইতিহাস গড়ার হাতছানি শেফালি-রিচাদের সামনে
  • টস জিতে ফিল্ডিং নিল ভারত
  • প্রথম ওভারেই উইকেট পেলেন তিতাস সাঁধু

Under 19 World Cup Womens T20 India Vs England: অনুর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ভারতীয় মহিলাদের সামনে। পুরুষরা বারবার সেমিতে-ফাইনালে গিয়ে হেরে যাচ্ছেন। সেই আক্ষেপ কিছুটা হলে পুষিয়ে দিতে পারবেন শেফালি ভার্মা, শ্বেতা শেরাওয়াত, রিচা ঘোষরা? লাখ টাকার প্রশ্ন এখন এটাই।

বিশেষ নজর  রিচা-শেফালির দিকে

গোটা টুর্নামেন্টে শুধু অস্ট্রেলিয়া ম্যাচে পদস্খলন ছাড়া দুরন্ত পারফর্ম করেছে ভারতে মেয়েরা। তবে ফাইনালের চাপ যে অন্যরকম তা ভালো করে জানেন এই দলে অধিনায়ক শেফালি ভার্মা ও উইকেট রক্ষক রিচা ঘোষ। কারণ ভারতীয় সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে শুধু এই দুজনের। তাই তাঁদের উপর অনেক আশা দলের।

আরও পড়ুন

মহিলাদের অতীত রেকর্ড আহামরি নয়

রবিবাসরীয় ফাইনাল শুধুমাত্র ভারতের অনুর্ধ্ব ১৯ দলের মেয়েদের কাছেই নয়, ভারতীয় মহিলা ক্রিকেটের কাছে ভাগ্যের চাকা নিজেদের পক্ষে ঘোরানোর লড়াই। কারণ এর আগে আইসিসি ট্রফিতে ভারতীয় মহিলা দলে ফাইনালের ট্র্যাক রকের্ড মোটেই সুখের নয়। একদিনের বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপের ফাইনালে একাধিকবার পৌছলেও ট্রফি ঘোরে আসেনি। সন্তষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হয়ে। ফলে আজ শেফালির ভার্মার দলের দিকে তাকিয়ে গোটা দেশ।

২০০৫ সালে প্রথম বার ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত

প্রসঙ্গত, ২০০৫ সালে প্রথম বার ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। সেবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০১৭ সালে ফের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলে ভারত। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডই। মাত্র ৯ রানে হার ভারতের। এ খানেই শেষ নয়। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার ফাইনালে ওঠে ভারতের মহিলা ক্রিকেট দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এমনকী কমনওয়েল গেমসের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতের মেয়েদের।

ভারতের প্লেয়িং ইলেভেন এক নজরে

তবে অতীতকে মাথায় রেখে আজকের মেগা ম্যাচে নামতে নারাজ শেফালি ভার্মা, শ্বেতা শেরাওয়াতরা। হার-জিতের বিষয় নিশ্চিৎভাবে কেউই কোনওদিন বলতে পারেনি। ব্যক্তিগত পারফরম্যান্স শক্তি হলেও দলগত সংহতিতেই ব্রিটিশ বধ করতে চাইছে ভারতীয় দল। মাঠে নেমে নিজেদের সেরাটা দিয়ে নিজেদের ভাগ্য নিজেই বদলাতে তৈরি মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের উত্তরসূরীরা।

Advertisement

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খেলা। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন শেফালি। প্রথম ওভারেই ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছেন বাংলার  স্পিডস্টার তিতাস সাধু। এরপরই ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ইংরেজ মেয়েরা ৬৮ রানে অলআউট হয়ে গিয়েছে। জয়ের জন্য ভারতের সামনে ৬৯ রানের লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে আউট শেফালি ভর্মা, ১৬ রানে প্রথম উইকেট হারাল ভারতের মেয়েরা। ২০রানের মধ্যেই দ্রুত ২টি উইকেট হারিয়েছে ভারত। আউট শ্বেতা শেরাওয়াতও। শেষমেষ অবশ্য ৭ উইকেট হারিয়ে অনায়াস জয় হাসিল করে নেয় ভারতীয় মেয়েরা। সেই সঙ্গে নতুন ইতিহাস তৈরির পাশাপাশি বড় টুর্নামেন্টে ভারতের ব্য়র্থতার সমাপ্তি ঘটল।

 

Read more!
Advertisement
Advertisement