দারুণ ছন্দে থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ বছর আগের প্রতিশোধ নেওয়ার মঞ্চও তৈরি ছিল। তবে কাজের কাজটাই করতে পারেননি রোহিত শর্মারা। ১২ বছর ধরে আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে সেই অধরা ট্রফি জয়ের আশাই তৈরি করেছিলেন বিরাট কোহলি-রোহিতরা। তবে সেই স্বপ্নভঙ্গ হওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন দুই তারকাই। ড্রেসিংরুমের তথ্য ফাঁস করলেন টিম ইন্ডিয়ার অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অস্ট্রেলিয়ার কাছে হারার পর ভারতীয় টিমের ড্রেসিংরুমের অবস্থা কেমন ছিল? তা জানতে আগ্রহী টিম ইন্ডিয়ার আপামর ভক্তরা। বিশ্বকাপ ফাইনালের পরের দিনই দেখা গিয়েছিল, ১৯ নভেম্বর রাতে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও-ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। সম্প্রতি ইউটিউবে এক সাক্ষাৎকারে বিশ্বকাপে ভারতীয় টিমের একাধিক বিষয় নিয়ে জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। একদিকে যখন অস্ট্রেলিয়া ষষ্ঠ ওডিআই বিশ্বকাপ জিতে আনন্দে মেতেছে সেই সময়ই অপর দিকে ভারতীয় শিবিরে দেখা যায় হতাশার ছবি।
আমেদাবাদে ভারত বিশ্বকাপ ফাইনাল হারার পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম একেবারে থমথমে হয়ে গিয়েছিল। অশ্বিন বলেন, 'আমাদের সবারই ভীষণ কষ্ট হচ্ছিল। রোহিত ও বিরাট কাঁদছিল। সেটা দেখে আরও খারাপ লাগছিল। কিন্তু কিছু করার ছিল না। আমাদের দলটা যথেষ্ট অভিজ্ঞ। প্রত্যেকেই জানত কাকে কী করতে হবে। প্রত্যেই নিজেদের রুটিন, ওয়ার্ম আপ সমস্ত কিছু সম্পর্কেই জানত। দু’জনেই প্রকৃত ক্যাপ্টেন। ওরা দলের মধ্যে একটা অন্য রকম পরিবেশও তৈরি করেছিল।'
ফাইনালে হেরে গেলেও, ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার প্রশংসাই করেছেন টিম ইন্ডিয়ার অফস্পিনার। তিনি বলেন, 'মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলের সেরা ক্যাপ্টেন বলা হয় সেটা একেবারেই ঠিক। কিন্তু রোহিত দারুণ একজন মানুষ। ও দলের প্রত্যেককে ভালভাবে চেনে। জানে কে কী পছন্দ করে। দলের সবার সঙ্গে ওর সম্পর্ক দারুণ। সবাইকে বোঝার চেষ্টা করে ও।'