অস্ট্রেলিয়ায় (Australia) বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে যাওয়া ভারতীয় দলের (Indian Cricket Team) সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese)। সেখানে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) সঙ্গে আড্ডা দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচের আগে ভারতীয় দলের সদস্যদের সঙ্গে দেখা করলেন অ্যালবানিজ। শুধু তাই নয়, এই টেস্ট নিয়ে অ্যালবানিজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গেও কথা বলেছেন।
ভারতীয় দলের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যালবানিজ জানান, ম্যাচ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা হয়েছে তাঁর। আগামী শনিবারের ম্যাচ নিয়ে অজি প্রধানমন্ত্রীর দাবি, 'মানুকা ওভালে বেশ কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে ভারতীয় দল। তবে আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি, এই ম্যাচ জিততে অজিদের সমর্থন করব।' পারথ থেকে আপাতত ক্যানবেরায় পৌঁছেছে টিম ইন্ডিয়া (Team India)। সেখান থেকে রোহিতরা যাবেন অ্যাডিলেডে। আগামী ৬ ডিসেম্বর থেকে সেখানে দিনরাতের টেস্ট খেলতে নামবে দুই দল। পাঁচ টেস্টের সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে গিয়েছে ভারত।
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন অজি প্রধানমন্ত্রী। পার্লামেন্টে বিশেষ বক্তৃতা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তিনিই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন দলের প্রত্যেক সদস্যের।
বিরাটের সঙ্গে রসিকতা
১৬ মাস অপেক্ষার পরে নিজের টেস্ট কেরিয়ারে ৩০তম সেঞ্চুরি করেছেন কিং কোহলি। বিরাটের সঙ্গে কথা বলতে গিয়ে সেই প্রসঙ্গ উত্থাপন করেন অজি প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'পারথে ভালো সেঞ্চুরি করেছ।' তবে অ্যালবানিজের মতে, ওই সময়ে অস্ট্রেলিয়া এমনিতেই খুব কঠিন অবস্থায় ছিল। বিরাটের সেঞ্চুরিতে আরও বিপাকে পড়েন প্যাট কামিন্সরা। অজি প্রধানমন্ত্রীর কথার উত্তরে রসিকতার সুরে বিরাট বলেন, 'একটু মশলা তো দিতেই হয়।' তাতে আবার অ্যালবানিজের পালটা, 'ভারত তো, মশলা হবেই।' দু'জনের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।