আইপিএল-এ (IPL 2023) রান পাচ্ছেন কিন্তু অনেক বেশি বল ‘নষ্ট’ করে ফেলছেন বিরাট কোহলি (Virat Kohli)। এমনটাই অভিযোগ ফ্যানদের। ফাফ ডু প্লেসির (Faf Du Plesis) সঙ্গে ওপেন করতে নেমে পাওয়ার প্লের সুবিধা নিতে পারছেন না দলের তারকা ক্রিকেটার সেই জন্যই ডুবতে হচ্ছে দলকে।
কী অভিযোগ ফ্যানদের?
রবিবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে ১৯ বলে ১৮ রান করে আউট হন বিরাট। এর পরেই শুরু হয়ে যায় বিতর্ক। এবারের আইপিএল-এ শুরুটা ভালো হলেও পরের দিকে খেই হারিয়ে ফেলে আরসিবি। পাওয়ার প্লেতে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছেন এক ভক্ত। ট্যুইট করে গত ৬ ম্যাচের পরিসংখ্যান্ তুলে ধরেছেন তিনি। সেই ফ্যান লেখেন, ‘শেষ ছয় ম্যাচে ১৮৫ রান স্ট্রাইক রেট ১০১। গড় ৩১। পাওয়ার প্লেতে টেস্ট ম্যাচ খেলছেন বিরাট।‘ পাওয়ার প্লেতে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র দুই ফিল্ডার রাখা যায়। ফলে বিপক্ষের ব্যাটাররা রান করার সুযোগ পায়।
আরও পড়ুন: ক্রিকেট নিয়ে টানাটানি! ভারতে ফুটবলার পাঠাতে আপত্তি নেই পাকিস্তানের
কিন্তু সেক্ষেত্রে ঝুঁকিও থাকে। তবে বিরাট সেই ঝুকিটাই নাকি নিতে চান না। ফলে দলের রান রেট কমে যায়। রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ফাফ ডু প্লেসি আবারও হাফ সেঞ্চুরি করেন। ৪৪ বলে ৫৫ রান করে আউট হন আরসিবি ক্যাপ্টেন। তাঁর ইনিংসে ছিল তিনটে চার ও ২টো ছক্কা।
আরও পড়ুন: এখনও আশা আছে KKR-এর, কীভাবে প্লে অফে যেতে পারেন নীতীশরা ?
দারুণ ব্যাট করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৩ বলে ৫৪ রানের ইনিংসে ছিল পাঁচটা চার ও তিনটে ছক্কা। যদিও এরপর একেবারেই ব্যর্থ আরসিবি মিডল অর্ডার। শেষদিকে অনুজ রাওয়াত মাত্র ১১ বলে ২৯ রানের ইনিংস খেলে দলের রান কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যান। অনুজ মারেন তিনটি চার ও দুটি ছক্কা। ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে আরসিবি।