Advertisement

IPL 2022: বিরাটের জন্য ব্রেকআপ! RCB-র ম্যাচে অভিযোগ ফ্যানের

আসলে কোহলিও এই ব্যক্তিকে চিনতেন না। স্টেডিয়ামে কার্ড হাতে ক্যামেরায় ধরা পড়েন ওই ব্যক্তি।  তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হচ্ছে। ওই ব্যক্তিকে ক্যামেরায় সেই কার্ড দেখাতে দেখা গেছে। তাতে লেখা ছিল- আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমার কাছে তার জন্য সময় কম এবং বিরাট কোহলির জন্য বেশি সময়। 

বিরাট ও তাঁর ভক্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2022,
  • अपडेटेड 7:57 PM IST
  • আইপিএল-এ বিরাট কোহলির ফ্যান ফলোয়িং
  • ম্যাচে কেকেআরকে ৩ উইকেটে হারিয়েছে আরসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) জয়ের খাতা খুলেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। দুই ম্যাচের একটিতে জিতেছেন তিনি। বুধবার খেলায়, RCB কঠিন ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) তিন উইকেটে হারিয়েছে।

কলকাতার বিরুদ্ধে এই ম্যাচে বিরাট কোহলির ব্যাটে ভাল কিছু করতে না পারলেও তাঁর ফ্যান ফলোয়িং এতটাই যে স্টেডিয়ামের সর্বত্র তাঁর নামের স্লোগান ধ্বনিত হচ্ছিল। এদিকে, এমন একজন ব্যক্তিও হাজির হয়েছেন যিনি কোহলির বড় ভক্ত বলে মনে হচ্ছে। তাঁর অভিযোগ, কোহলির কারণে তাঁর বান্ধবী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। 

কোহলিকে সময় দিতে বান্ধবী চলে গেলেন

আসলে কোহলিও এই ব্যক্তিকে চিনতেন না। স্টেডিয়ামে কার্ড হাতে ক্যামেরায় ধরা পড়েন ওই ব্যক্তি।  তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হচ্ছে। ওই ব্যক্তিকে ক্যামেরায় সেই কার্ড দেখাতে দেখা গেছে। তাতে লেখা ছিল- আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমার কাছে তার জন্য সময় কম এবং বিরাট কোহলির জন্য বেশি সময়। 

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে এটি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত কেকেআর এবং আরসিবি ম্যাচের ছবি। এই ছবি থেকে অনুমান করা যায় যে এই ব্যক্তি কোহলির কত বড় ভক্ত হবেন, কারণ তিনি তার ব্যক্তিগত জীবনের বেশিরভাগই কোহলিকে দেন। একজন ব্যবহারকারী এটিকে একটি মজার পোস্টার বলেছেন। 

আরও পড়ুন: উইকেট নিয়ে অভিনব সেলিব্রেশন হাসারাঙ্গার, কারণ জানালেন নিজেই

আরও পড়ুন: প্রথম জয়ের খোঁজে LSG ও CSK, কেমন হতে পারে দুটি দল

কোহলি এখন পর্যন্ত দুই ম্যাচে ৫৩ রান করেছেন

চলতি আইপিএল মরসুমে বিরাট কোহলিকে ধরে রেখেছে ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। এ জন্য তাদের বেতন দেওয়া হচ্ছে ১৫ কোটি টাকা। গত মরশুমের পরই আরসিবির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। এবার তিনি খেলছেন শুধু একজন খেলোয়াড় হিসেবে।  চলতি মরসুমে, কোহলি দুটি ম্যাচ খেলেন, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪১ এবং ১২ রান করেন। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে যায়। যেখানে দ্বিতীয় ম্যাচে কলকাতাকে হারিয়েছে ৩ উইকেটে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement