ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেট মাঠে বেশ সক্রিয় থাকেন। ফিল্ডিং করার সময় তাঁর আগ্রাসী স্বভাবও দর্শকদের চোখে পড়ে। আর এবার আউট হয়েও ঝামেলায় জড়ালেন বিরাট। মিরপুরে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচে এমন দৃশ্যই দেখা গিয়েছে। ভারতের ফিল্ডিং-এর সময় এই ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানরা সময় নষ্ট করার চেষ্টা করছিলেন, তাতে রেগে যান কোহলি। ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিলেন বিরাট। মাত্র ১ রান করে আউট হয়ে রেগে যান বিরাট।
তৃতীয় দিনের একেবারে শেষ দিকে আউট হন বিরাট। ১৪৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। সেই সময় ব্যাট করতে নামেন বিরাট। মাত্র ১ রান করেই আউট হন ভারতের প্রাক্তন অধিনায়ক। মেহেদি হাসানের বলে মোমিনুলের হাতে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপরে হঠাৎ কোনও কারণে রেগে যান। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ডেকে কিছু কথা বলেন তিনি। দেখেই বোঝা যাচ্ছিল কোনও কারণে খুশি নন বিরাট।
প্রথম ঘটনাটি ঘটেছে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে সন্ধ্যার সেশনে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার সময়, আলো তেমন ভালো ছিল না। ফলে সময় কাটানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে জুতার ফিতা বাঁধতে শুরু করেন নাজমুল হোসেন শান্ত। তারপর সময় নষ্ট করার জন্য নাজমুল হুসেন শান্তকে টেনে তুললেন বিরাট কোহলি। জার্সি টানার সময় কোহলি নাজমুল শান্তকে তাঁর শার্ট খুলে ফেলতে বলতে চেয়েছিলেন। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন: 'বাবা যদি...', অক্ষেপ IPL-এ সাড়ে পাঁচ কোটি টাকা পাওয়া বাংলার মুকেশের
এটিই একমাত্র উদাহরণ নয় যখন নাজমুল হোসেন শান্ত ক্রিজে সময় নষ্ট করার চেষ্টা করেছিলেন। এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নামার সময় ব্যাট বদলাতে ডাগআউটের দিকে ইশারা করেন নাজমুল শান্ত। দ্বাদশ খেলোয়াড়ও ব্যাট নিয়ে মাঠে নামেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুরনো ব্যাট নিয়ে খেলাটাই ঠিক মনে করেছেন শান্ত।