Advertisement

AR Rahman On Team India Celebration: উদাত্ত কণ্ঠে বিরাট গাইছেন 'বন্দে মাতরম', ২৭ বছর আগে ফিরলেন এআর রহমান, VIDEO

২৯ শে জুনের দিনটি কোনওভাবেই ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেট ফ্যানরা। ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতে ভেঙেছে ১৭ বছরের রেকর্ড। এই জয়ের পর ৪ জুলাই দিল্লি থেকে মুম্বইয়ে এসেছিলেন রোহিত শর্মা,বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া সহ গোটা দল। হাতে ছিল বিশ্বকাপ ট্রফি। পুরো দলটি প্রথমে ওয়াংখেড়ে মাঠে পৌঁছেছিল, যেখানে লক্ষ লক্ষ ভক্ত তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এর পরে, বাসে চড়ে পুরো দলটিকে মুম্বইয়ের এক কিলোমিটার দূরে নরিমান পয়েন্টে বিশ্বকাজয় সেলিব্রেট করতে দেখা গিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাজতে থাকা 'বন্দেমাতরম' গান শুনে মুগ্ধ এআর রহমান। 

এ আর রহমান, বিরাট কোহলি ও রোহিত শর্মা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 05 Jul 2024,
  • अपडेटेड 5:36 PM IST

২৯ শে জুনের দিনটি কোনওভাবেই ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেট ফ্যানরা। ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতে ভেঙেছে ১৭ বছরের রেকর্ড। এই জয়ের পর ৪ জুলাই দিল্লি থেকে মুম্বইয়ে এসেছিলেন রোহিত শর্মা,বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া সহ গোটা দল। হাতে ছিল বিশ্বকাপ ট্রফি। পুরো দলটি প্রথমে ওয়াংখেড়ে মাঠে পৌঁছেছিল, যেখানে লক্ষ লক্ষ ভক্ত তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এর পরে, বাসে চড়ে পুরো দলটিকে মুম্বইয়ের এক কিলোমিটার দূরে নরিমান পয়েন্টে বিশ্বকাজয় সেলিব্রেট করতে দেখা গিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাজতে থাকা 'বন্দেমাতরম' গান শুনে মুগ্ধ এআর রহমান। 

এ আর রহমানের পোস্ট

ওয়াংখেড়ে স্টেডিয়ামে গোটা দল পৌঁছলে সেখানে 'বন্দে মাতরম' গানটি বাজানো হতে থাকে। বিরাট কোহলি এবং পুরো দল স্টেডিয়ামের সামনে গিয়ে এই গানটি উচ্চস্বরে গাইতে থাকেন। ১৯৯৭ সালে এই গানটির সুর করেছিলেন এ আর রহমান। তাও স্বাধীনতার ৫০ বছর পর। সেকথা মনে করেই পোস্ট করেছেন এ আর রহমান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যাতে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে পুরো দলের সঙ্গে হাত তুলে 'বন্দে মাতরম' গাইতে দেখা যায়। রহমান লেখেন, '২৭ বছর আগে লেগা এই গান, যখনই শুনি আবেগপ্রবণ হয়ে যাই।'

১৯৯৭ সালে ইন্ডিয়া টুডে গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে এ গানের কথা বলেছিলেন এ আর রহমান। তিনি বলেছিলেন যে চলচ্চিত্র নির্মাতা জি ভারত বালার উপস্থিতিতে আমি প্রথমবার গানটি গেয়েছি। এটা ছিল জানুয়ারির শেষ, রমজানের ২৭তম দিন। আমি আমার স্টুডিওতে গিয়েছিলাম। রাত ২ টা বাজে, তখনো আমার সাউন্ড ইঞ্জিনিয়ার নিখোঁজ ছিল, তাই আমি বালাকে ফোন করি ও আসে। তারপর আমি প্রথমবার আমাদের দুজনের জন্য কিছু শ্লোক গাইলাম, যা শুনে তিনি প্রথমে হাসেন এবং তারপর কেঁদে দেন।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement