Advertisement

Virat Kohli: নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হয় না, টেস্টের অধিনায়কত্ব প্রসঙ্গে বিরাট

এখানেই শেষ নয়। বিরাট মনে করেন, ক্যাপ্টেন্সি ছেড়ে সামনের দিকে তাকানোটা নেতৃত্বেরই একটা অংশ। তিনি বলেন, ''সামনের দিকে তাকানোটা কিন্তু ক্যাপ্টেন্সি একটা অঙ্গ। সঠিক সময় নেতৃত্ব ছাড়াটা খুব জরুরি। আমার মনে হয় প্রত্যেকেরই সমস্ত ধরনের সুযোগ পাওয়া উচিত। ধোনির নেতৃত্বে বেশ কিছুদিন খেলার পর আমি দায়িত্ব পেয়েছিলাম। আমি যখন অধিনায়ক ছিলাম না তখনও আমার মানসিকতা একই রকম ছিল। সবসময়ই আমি নিজেকে অধিনায়কের মতোই ভাবতাম।"

বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2022,
  • अपडेटेड 6:24 PM IST
  • টেস্ট অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিবৃতি বিরাট কোহলির
  • নেতৃত্ব ছেড়ে এগিয়ে যাওয়াও নেতৃত্বেরই অংশ: কোহলি

টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন বিরাট কোহলি (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। তারপর থেকেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে অনেক জল্পনা শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই বিরাট বললেন কোন টিমে কাউকে যদি নেতা হতে হয় তবে তাঁকেঅধিনায়ক না হলেও চলে পাশাপাশি তিনি এও বলেছেন, ব্যাটিংয়ে মন দিতেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বলেছেন ''পরিষ্কার ভাবে জানা উচিত কোন লক্ষ্য অর্জনের কথা আপনি ভেবেছিলেন। আপনি তা করতে পেরেছেন কি না। সবকিছুর একটা সময় থাকে। সেটা মাথায় রাখতে হবে, একজন ব্যাটার হিসেবে আপনি হয়তো দলের জন্য আরো বেশি অবদান রাখতে পারবেন। আর সেই সময়টা বুঝে ছেড়ে দেওয়াই উচিত।'' 

এখানেই শেষ নয়। বিরাট মনে করেন, ক্যাপ্টেন্সি ছেড়ে সামনের দিকে তাকানোটা নেতৃত্বেরই একটা অংশ। তিনি বলেন, ''সামনের দিকে তাকানোটা কিন্তু ক্যাপ্টেন্সি একটা অঙ্গ। সঠিক সময় নেতৃত্ব ছাড়াটা খুব জরুরি। আমার মনে হয় প্রত্যেকেরই সমস্ত ধরনের সুযোগ পাওয়া উচিত। ধোনির নেতৃত্বে বেশ কিছুদিন খেলার পর আমি দায়িত্ব পেয়েছিলাম। আমি যখন অধিনায়ক ছিলাম না তখনও আমার মানসিকতা একই রকম ছিল। সবসময়ই আমি নিজেকে অধিনায়কের মতোই ভাবতাম।"

মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) উদাহরণ তুলে ধরেছেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে বিরাটের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। টি২০ অধিনায়কত্ব ছাড়ার পর একদিনের দলের অধিনায়কত্ব তাঁর থেকে কেড়ে নেয় বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরে হারের পর নিজেই টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন তিনি।

Advertisement

একটি অনুষ্ঠানের বিরাট বলেছেন, ''নেতা হওয়ার জন্য কাউকে টিমের ক্যাপ্টেন হতে হয় না। মহেন্দ্র সিং ধোনি যখন ভারতীয় দলে খেলত তখন কিন্তু ওকে দেখে কখনোই মনে হয়নি যে ও নেতা নয়। ওর কাছে আমরা তখনও প্রয়োজনীয় পরামর্শ নিতাম। জয় কিংবা হার কারো হাতে থাকে না। সেরা হতে গেলে অনেকটা সময় লাগে।''

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement