Advertisement

Asia Cup 2023 India vs Pakistan:'ওদের বোলিংটা...' ভারত-পাকিস্তান ম্যাচের আগে শাহিনদের নিয়ে কী বললেন বিরাট?

আগামিকাল এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মার ভারত। প্রথম ম্যাকচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম্যাযচ ঘিরে উন্মদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীরা। বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। ভারত-পাক ম্যা চের আগে এই ম্যাউচ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। বললেন, পাকিস্তানের শক্তি হল ওদের বোলিং। 

শাহিন শাহ আফ্রিদি ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Sep 2023,
  • अपडेटेड 8:41 AM IST

আগামিকাল এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মার ভারত। প্রথম ম্যাকচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম্যাযচ ঘিরে উন্মদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীরা। বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। ভারত-পাক ম্যা চের আগে এই ম্যাউচ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। বললেন, পাকিস্তানের শক্তি হল ওদের বোলিং। 

এ নিয়ে এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে বিরাট কোহলি বলেন, ‘আমার মনে হয়, পাকিস্তানের শক্তি হল ওদের বোলিং। ওদের দলে দারুণ কিছু বোলার আছে। যাদের দক্ষতা আছে যে কোনও মুহূর্তে ম্যাচের ছবিটা বদলে দেওয়ার। তাই ওদের খেলতে গেলে নিজের সেরা ছন্দে থাকতে হবে।‘ বিরাট আরও বলেন, ‘আমি সবসময় বোঝার চেষ্টা করি, কীভাবে আমার খেলাটা ভাল হবে। প্রত্যেকটা দিন, প্রতিটা বছর, প্রতিটা নেট প্র্যাক্টিসে আমি নিজেকে আরও উন্নত করার চেষ্টা করি। এই ভাবেই আমি খেলে এসেছি। এই মানসিকতাই আমাকে এতদিন সাহায্য করে এসেছে। আর আমার দলকেও। আমার মনে হয় না, এই মানসিকতা ছাড়া ধারাবাহিকভাবে ভাল খেলা সম্ভব। যদি শুধু নিজের পারফরম্যান্স ভাল করাই লক্ষ্য থাকে, তাহলে একটা সময়ের পরে আত্মতুষ্টি এসে যাবে। আর তা হলেই পরিশ্রম করার ইচ্ছেটা চলে যাবে। মাথায় রাখতে হবে, উন্নতি করার কোনও নির্দিষ্ট সময়সীমা হয় না।‘ 

এদিকে ক্রিকেট ভক্তদের জন্য ভালো খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। তাদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। এছাড়া প্রবল বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। 


আবহাওয়া দফতের খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। এছাড়া এদিন ক্যান্ডির আবহাওয়া থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। খেলার সময় আকাশে মেঘ থাকবে। ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। চার ঘণ্টা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এটা ক্রিকেট ভক্তদের জন্য সুখবর নয়।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement