Advertisement

Wriddhiman Saha: 'দারুণ ক্রিকেটার', ৮১ রানের ইনিংসের পর বিরাট প্রশংসা পেলেন ঋদ্ধিমান

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) রীতিমত তান্ডব চালিয়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। মাত্র ৪৩ বলে ৮১ রানের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলিও (Virat Kohli)। ইনিংস শেষে ঋদ্ধির ব্যাটিং-এর প্রশংসা করেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। 

ঋদ্ধিমান সাহাঋদ্ধিমান সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2023,
  • अपडेटेड 6:02 AM IST

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) রীতিমত তান্ডব চালিয়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। মাত্র ৪৩ বলে ৮১ রানের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলিও (Virat Kohli)। ইনিংস শেষে ঋদ্ধির ব্যাটিং-এর প্রশংসা করেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। 

কী লিখেছেন বিরাট?
গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) ম্যাচ দেখছিলেন বিরাট। সেই স্ক্রিন শট শেয়ার করে বিরাট লেখেন, ‘কী দারুণ ক্রিকেটার ঋদ্ধি।’ শুধু বিরাট নন, ঋদ্ধির প্রশংসা শোনা গিয়েছে ভারতীয় টি২০ দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গলাতেও। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের পরে হার্দিক বলেন, ‘‘আমি কিপার ঋদ্ধির বিরাট বড় ফ্যান। আমার কেরিয়ারে যতজনের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে ঋদ্ধিই সবচেয়ে এগিয়ে। সেই জন্যই আমি ওকে খুব ভরসা করি।‘ গুজরাত ক্যাপ্টেন আরও বলেন, ‘রশিদ খান (Rashid Khan) ও নূর আহমেদের বলে কিপিং করা বেশ কঠিন। যদিও ঋদ্ধিকে দেখে মনে হয়, খুবই সহজ। ও দলের জন্য যে ভূমিকা রাখে, সেটা হয়ত সকলের নজর এড়িয়ে যায়। কিন্তু ও অসাধারণ। আসলে উইকেট কিপারের কাজটা থ্যাঙ্কলেস জব।‘ 

আরও পড়ুন

আইপিএল-এর পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
আইপিএল শেষ হওয়ার পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। তবে তার আগে একের পর এক ক্রিকেটারের চোট সমস্যায় ফেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় দলে নেই ঋষভ পন্ত।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যে দল ঘোষণা করা হয়েছে তাতে উইকেট কিপার হিসেবে রয়েছে তরুণ শ্রীকর ভরত। কিপিংয়ে বিকল্প ছিলেন কেএল রাহুলও। উইকেটের পেছনে ভরতের পারফরম্যান্স খুব ভালো না হওয়ায় রাহুলকে দিয়েই হয়তো কিপিং করানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে সেই পরিকল্পনাও ধাক্কা খেয়েছে।

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফাফ ডুপ্লেসির শট তাড়া করেছিলেন রাহুল। বাউন্ডারি আটকাতে পারেননি। উল্টে গুরুতর চোট লাগে তাঁর। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায়, এ বারের আইপিএল শুধু নয়, কেএল রাহুলকে পাওয়া যাবে না মেগা ফাইনালেও। নিজেই সোশ্য়াল মিডিয়ায় ঘোষণা করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না। এ বার কি তবে ঋদ্ধিমান সাহাকে ফেরানো নিয়ে ভাবা যেতে পারে?  

Read more!
Advertisement
Advertisement