আফগানিস্তানের (India VS Afghanistan) বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবেন না বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে দেখা দেখা যাবে না ভারতের রান মেশিনকে। মোহালিতে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যক্তিগত কারণে খেলতে দেখা যাবে না তাঁকে। টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় Rahul Dravid) নিজেই জানিয়েছেন এই খবর।
তবে দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচে ফিরতে পারেন বিরাট। ১৪ জানুয়ারি ভারতীয় দল দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে নামবে ইন্দোরে। আর শেষ টি২০ ম্যাচ ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে। এই দুই ম্যাচে দেখা যাবে বিরাটকে। ২০২২-এর নভেম্বরে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার এই ফরম্যাটে খেলেছিলেন বিরাট ও রোহিত জুটি। ২০২৩-এ একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের পর অনেকেই মনে করেছিল, এরপর হয়ত আর টি২০ ক্রিকেট খেলতে দেখা যাবে না বিরাট বা রোহিতকে।
তবে টি২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজের কথা মাথায় রেখে ফিরেছেন তাঁরা। এর মধ্যেই তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে খেলতে পারছেন না বিরাট। অন্যদিকে দলে নেই কেএল রাহুলও। তাঁকে একদিনের ক্রিকেটে দলে রাখা হয়েছে। অন্যদিকে টি২০ ফরম্যাটে স্পেশালিস্ট সূর্যকুমার যাদবও দলে নেই। চোটের জন্য বাদ পড়তে হয়েছে তাঁকে। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়াও এখনও সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
কীভাবে দেখতে পাবেন এই ম্যাচ?
টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে এই ম্যাচ লাইভ দেখতে পাওয়া যাবে। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপ ইন্সটল করতে হবে। তা হলে ম্যাচ ফ্রিতেই দেখা যাবে।
ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
প্রথম টি-টোয়েন্টি: ১১ জানুয়ারি, মোহালি, সন্ধ্যা ৭টা থেকে
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৪ জানুয়ারি, ইন্দোর, সন্ধ্যা ৭ টার পর থেকে
তৃতীয় টি-টোয়েন্টি: ১৭ জানুয়ারি, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭টা থেকে
আফগানিস্তান সিরিজের জন্য ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার।