Advertisement

Virat Kohli: গ্লাভসে একটি স্পেশাল ক্রিম ব্যবহার করেন বিরাট, দাম কত জানেন?

বড় স্ট্রোক খেলতে গেলে, ব্যাটের গ্রিপ ভালো হওয়া খুবই জরুরি। শট মারতে গিয়ে ব্যাটে গ্রিপ আলগা হয়ে গেলে বল বাউন্ডারির বাইরে যায় না ফলে আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষ ক্রিম ব্যবহার করেন বিরাট কোহলি। এবারের আইপিএল-এ দারুণ ছন্দে রয়েছেন কিং কোহলি। ইতিমধ্যেই তিনটি হাফ সেঞ্চুরি করা হয়ে গিয়েছে তাঁর। দরকার মতো বড় শট যেমন মারছেন, ঠিক একই ভাবে সিঙ্গল নিয়ে দলের রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ব্যাট হাতে বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2023,
  • अपडेटेड 3:06 PM IST
  • বিশেষ ক্রিম ব্যবহার করেন বিরাট
  • গ্রিপ শক্ত করতে এই ক্রিম ব্যবহার

বড় স্ট্রোক খেলতে গেলে, ব্যাটের গ্রিপ ভালো হওয়া খুবই জরুরি। শট মারতে গিয়ে ব্যাটে গ্রিপ আলগা হয়ে গেলে বল বাউন্ডারির বাইরে যায় না ফলে আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষ ক্রিম ব্যবহার করেন বিরাট কোহলি। এবারের আইপিএল-এ দারুণ ছন্দে রয়েছেন কিং কোহলি। ইতিমধ্যেই তিনটি হাফ সেঞ্চুরি করা হয়ে গিয়েছে তাঁর। দরকার মতো বড় শট যেমন মারছেন, ঠিক একই ভাবে সিঙ্গল নিয়ে দলের রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন।

গ্রিপটেক নামের এই ক্রিম কর্মক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এই হ্যান্ডগ্রিপ পেস্ট প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে। ব্যাট করতে নামার আগে এই ক্রিম ব্যবহার করে নামেন বিরাট। যার দাম প্রায় দুই হাজার টাকা। শুধু ক্রিকেট নয়, যেকোনও ধরনের খেলার ক্ষেত্রেই এই ক্রিম ব্যবহার করা যায়। বিরাট গ্লাভস পরার আগে হাতে এই ক্রিম মেখে নেন। এর ফলে ব্যাটের গ্রিপ শক্ত থাকে। সহসা হাত থেকে ছিটকে যায় না ব্যাট। এর ফলে সুবিধা হয় ব্যাটারদের। বড় স্ট্রোক খেলতে সমস্যা হয় না।

আরও পড়ুন: সৌরভ VS কোহলি! 'দম আছে...,' বিরাটের পাশে DC কোচ? 

দারুণ ছন্দে বিরাট
এবারের আইপিএল-এ (IPL 2023) শুরু থেকেই রান পাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ৪৯ বলে ৮২ রান করেন কিং কোহলি। যদিও দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে বড় রান পাননি তিনি। ফের হাফ সেঞ্চুরি করেন লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে। ৪৪ বল খেলে ৬১ রানের সেই ইনিংসে ছিল চারটে চার ও চারটে ছক্কা। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধেও ৩৪ বলে ৫০ করেন বিরাট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যর্থ হলেও পঞ্জাব কিংসের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি পেলেন বিরাট।

Advertisement

আরও পড়ুন: IPL থেকেও অবসর নিচ্ছেন ধোনি? নিজেই জানিয়ে দিলেন...

মোহালিতে ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন বিরাট। বিরাট ও ফাফ ডু প্লেসির পার্টনারশিপ ১৭তম ওভার অবধি অপরাজিত ছিলেন। ১৩৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় আরসিবি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement