ISL 2020 : কৃষ্ণার অন্তিম মুহূর্তের গোলে জয় ATK মোহনবাগানের

Aajtak Bangla | পানামা | 03 Dec 2020, 9:29 PM IST

আজ মরশুমের প্রথম জয়ের লক্ষ্যে যেখানে মাঠে নামছে ওড়িশা FC, ঠিক সেইজায়গাতেই নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে ATK মোহনবাগান। আজকের ম্যাচটা জিততে পারলেই হাবাস ব্রিগেড টানা তিনটে ম্যাচ জিততে পারবে। নাকি ব্যাকস্টারের রণকৌশলে আটকে যাবে বাগানের নৌকো। আসুন দেখে নেওয়া যাক।

9:26 PM (5 years ago)

ম্যাচ শেষ

Posted by :- koushik

রয় কৃষ্ণার গোলে ওড়িশা এফসিকে পরাস্ত করল এটিকে মোহনবাগান

9:24 PM (5 years ago)

গোওওওওওওওওললললললল

Posted by :- koushik

৯০+৬ মিনিটে গোল করলেন রয় কৃষ্ণা।

9:19 PM (5 years ago)

৯০ মিনিট

Posted by :- koushik

নির্ধারিত সময়ের পর আরও ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল।

9:18 PM (5 years ago)

৮৭ মিনিট

Posted by :- koushik

গোলমুখী শট নিয়েছিলেন ইনম্যান। ডিফেন্ডারের দূর্গ ভেদও করেন তিনি। কিন্তু ওড়িশার গোলরক্ষক কমলজিত সিংয়ের গ্লাভসে সরাসরি বল জমা পড়ে।

9:13 PM (5 years ago)

৮২ মিনিট

Posted by :- koushik

ওড়িশার রক্ষণেই মাত খাচ্ছে এটিকে মোহনবাগান। পরের ম্যাচে হাবাসকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে।

9:05 PM (5 years ago)

৭৭ মিনিট

Posted by :- koushik

নেওয়া হল কুলিং ব্রেক।

9:01 PM (5 years ago)

৬৭ মিনিট

Posted by :- koushik

ওড়শার খেলোয়াড় বদল। মার্সেলিনহোর জায়গায় মাঠে নামলেন স্যামুয়েল।

8:51 PM (5 years ago)

৬২ মিনিট

Posted by :- koushik

এখনও কোনও দল কোন গোল করতে পারেনি।

8:46 PM (5 years ago)

৫৫ মিনিট

Posted by :- koushik

প্রেমজিতের বাড়ানো ক্রসকে কাজে লাগিয়ে মরিশিও লম্বা দৌড় দেন। তারপর সেই বল গোল দিকে মারতেই বাগানের গোলরক্ষক অরিন্দমের হাতে জমা পড়ল।

8:44 PM (5 years ago)

৫২ মিনিট

Posted by :- koushik

ফ্রি-কিক নিতে এলেন হার্নান্ডেজ়। কিন্তু তাঁর গোলমুখী শট ওড়িশার ডিফেন্সে আটকে যায়।

8:35 PM (5 years ago)

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

Posted by :- koushik
8:20 PM (5 years ago)

হাফ-টাইম : কোনও দলই গোল করতে পারেনি।

Posted by :- koushik
8:20 PM (5 years ago)

Posted by :- koushik

নির্ধারিত সময়ের পর দুই দলকে আরও অতিরিক্ত ২ মিনিট দেওয়া হয়। 

8:19 PM (5 years ago)

৪৪ মিনিট

Posted by :- koushik

গোলের দারুণ সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণার হেড তেকাঠি চিনতে ভুল করে। ফলে আর গোল করতে পারেননি।

8:17 PM (5 years ago)

৪৩ মিনিট

Posted by :- koushik

ওড়িশা এফসি ফ্রি-কিক পেলেও, বাগানের রক্ষণে মার্সিলেনহোর শট প্রতিহত হয়ে ফিরে আসে।

8:16 PM (5 years ago)

৪০ মিনিট

Posted by :- koushik

আজ এটিকে মোহনবাগানের রক্ষণকে বড়ই দূর্বল দেখাচ্ছে। নন্দকুমার লম্বা দৌড় দৌড়ে এটিকের ডিফেন্ডারকে পরাস্ত করেন। তারপর বলটা প্রেমজিতের দিকে বাড়িয়েও দিয়েছিলেন। কিন্তু, সেই বলের নাগালে পৌঁছতে পারলেন না প্রেমজিত।

8:14 PM (5 years ago)

Posted by :- koushik
8:13 PM (5 years ago)

৩৫ মিনিট

Posted by :- koushik

দুর্দান্ত সুযোগ এসেছিল ওড়িশার কাছে। কর্নার থেকে মার্সেলিনহো একটি অসাধারণ বল জেকবের কাছে বাড়িয়েছিলেন। বক্সের মধ্যে প্রায় ফাঁকাই ছিলেন জেকব। তিনি হেডও মারেন। কিন্তু, বলটা গোলপোস্টের সামান্য দূর থেকে বেরিয়ে যায়।

8:10 PM (5 years ago)

৩৪ মিনিট

Posted by :- koushik

এটিকে মোহনবাগান অর্ধে বারবার আঘাত হানছে ওড়িশা ব্রিগেড। মরিশিওর একটি ক্রস ক্লিয়ার করে দিলেন সন্দেশ।

8:05 PM (5 years ago)

৩০ মিনিট

Posted by :- koushik

কুলিং ব্রেক

7:59 PM (5 years ago)

২৫ মিনিট

Posted by :- koushik

রয়কৃষ্ণার দিকে অসাধারণ একটি লম্বা পাস বাড়ালেন তিরি। টেলরকে টপকে গিয়ে কৃষ্ণা শট মারলেও তা গোলপোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়। 

7:57 PM (5 years ago)

২৩ মিনিট

Posted by :- koushik

ফ্রি কিক পেল এটিকে মোহনবাগান। কার্ল হেড মারলেও গৌরব বোরা সেই বিপদ থেকে দলকে মুক্ত করলেন।

7:56 PM (5 years ago)

১৮ মিনিট

Posted by :- koushik

কর্নার পেল ওড়িশা এফসি। মরশিও বল বাড়ান নন্দকুমারের দিকে। দুজনের মধ্যে বল আদানপ্রদান করতে করতে গোলপোস্টের দিকে এগিয়ে গেলেও, শেষপর্যন্ত বাগানের ডিফেন্সে তা প্রতিহত হয়।

7:54 PM (5 years ago)

১৫ মিনিট

Posted by :- koushik

নিজেদের ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে এটিকে মোহনবাগান। বল নিয়ে অসাধারণ স্কিলের পরিচয় দিলেন জ়াভি হার্নান্ডেজ়।

7:52 PM (5 years ago)

১০ মিনিট

Posted by :- koushik

গোটা ম্যাচে সেভাবে কোনও দলের আক্রমণই জমাট বাঁধতে পারছে না।

7:52 PM (5 years ago)

৮ মিনিট

Posted by :- koushik

মার্সেলিনহোকে খারাপভাবে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখলেন তিরি

7:41 PM (5 years ago)

৫ মিনিট

Posted by :- koushik

এটিকে মোহনবাগান আপাতত বলের পজ়েশন নিয়ে লড়াই চালাচ্ছে।

7:39 PM (5 years ago)

৩ মিনিট

Posted by :- koushik

নিজেদের অর্ধেই বল নিয়ে নাড়াচাড়া করছে ওড়িশা।

7:38 PM (5 years ago)

১ মিনিট

Posted by :- koushik

প্রবীর দাস রয় কৃষ্ণার দিকে হালকা করে বলটা তুলে বাড়িয়েছিলেন। কিন্তু, ওড়িশার রক্ষণে তা প্রতিহত হল।

7:34 PM (5 years ago)

শুরু হল খেলা

Posted by :- koushik
7:29 PM (5 years ago)

Posted by :- koushik

আপাতত পয়েন্ট টেবিলে ১০ নম্বরে রয়েছে ওড়িশা এফসি। 

7:26 PM (5 years ago)

পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড

Posted by :- koushik

তাঁদের দখলে রয়েছে ৬ পয়েন্ট।

7:25 PM (5 years ago)

Posted by :- koushik

প্রথম দুটো ম্যাচ (কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গল) ইতিমধ্যেই জিতে নিয়েছে হাবাসের দল।

7:24 PM (5 years ago)

আজ বাগান ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন রয় কৃষ্ণা

Posted by :- koushik
7:23 PM (5 years ago)

Posted by :- koushik

আজ টিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে ওড়িশা এফসি