Advertisement

West Bengal School Education: স্কুলে পড়ানো হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান, বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের

এবার পাঠ্যপুস্তকে কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব। ভারতের ফুটবলের ইতিহাসে তিন ক্লাবেরই অবদান প্রচুর। শুধু তাই নয়, কলকাতার এই তিন প্রধান ক্লাবকে ঘিরে রয়েছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত নানা ঘটনা। সেই কারণেই এবার ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) ও মহমেডানের (Mohammedan Sporting) ইতিহাস তুলে ধরা হচ্ছে পাঠ্য পুস্তকে।

east bengal, mohun bagan, mohammedaneast bengal, mohun bagan, mohammedan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2024,
  • अपडेटेड 5:22 PM IST

এবার পাঠ্যপুস্তকে কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব। ভারতের ফুটবলের ইতিহাসে তিন ক্লাবেরই অবদান প্রচুর। শুধু তাই নয়, কলকাতার এই তিন প্রধান ক্লাবকে ঘিরে রয়েছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত নানা ঘটনা। সেই কারণেই এবার ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) ও মহমেডানের (Mohammedan Sporting) ইতিহাস তুলে ধরা হচ্ছে পাঠ্য পুস্তকে।

এবার ছাত্রছাত্রীদের পাঠ্য়বইয়ে এই তিন ক্লাবের কী অবদান, তা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময়ে এই তিন ক্লাবে খেলে যাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দেরও নাম পাঠ্যবইয়ে স্থান পেয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে পড়বে তিন ক্লাবের ইতিহাস। একাদশ শ্রেণিতেই এই তিন ক্লাবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। শতবর্ষ প্রাচীন এই তিন ক্লাব দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে অবদান রাখলেও তাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কোনও সিদ্ধান্ত আগে হয়নি। তবে এবার সেই সিদ্ধান্ত নিতে চলেছে উচ্চ শিক্ষা পর্ষদ।

একে একে তিন ক্লাবই তাদের লাইব্রেরি উদ্বোধন করেছে। সেখানে উৎসাহী মানুষের ভিড়ও বেড়েছে। যা দেখেই হয়ত এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনটাই মনে করা হচ্ছে। এ ছাড়া এই তিন ক্লাব নিয়ে আবেগও উচ্চ শিক্ষা পর্ষদকে উৎসাহী করেছে বলে মনে করছেন তাঁরা।     

'স্বাধীনতার আগে এবং পরে এই তিন ক্লাবের কী অবদান রয়েছে সে সম্পর্কে ছাত্রছাত্রীদের জানার প্রয়োজন। এই কারণেই আমরা এই তিন ক্লাবের ইতিহাস পাঠ্যবইয়ে নিয়ে এসেছি'। বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মোহনবাগানের আইএফএ শিল্ড পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সময়কার ট্রফি জয় এবং ইতিহাস তুলে ধরা হয়েছে পাঠ্যবইয়ে।

১৯১১ সালে মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয়ের সঙ্গে যুক্ত খেলোয়ারদের নাম ছবি-সহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে পাঠ্যবইতে। বিস্তারিত ইতিহাস রয়েছে ইস্টবেঙ্গল এবং মহামেডানেরও। তিন ক্লাবেরই স্বাধীনতা আন্দোলনে বড় অবদান ছিল। সেই কথাই তুলে ধরা হবে সাধারণ ছাত্র ছাত্রীদের সামনে।  

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement