Advertisement

India Vs South Africa 5th T20: ফয়সালার ম্যাচে মুখোমুখি IND-SA, কেমন হবে দুই দল?

India Vs South Africa 5th T20: আজই কার্যত ফাইনাল। ৫ম টি২০তে ফয়সালার ম্যাচে মুখোমুখি IND-SA। কেমন হবে দু'দলের প্রথম এগারো? খেলবেন উমরান মালিক? খেললে কাকে বাদ দেবে দল? প্রোটিয়াবাহিনীতে ফিরবেন কাগিসো রাবাদা? জেনে নিন সম্ভাব্য একাদশ...

ফয়সালার ম্যাচে মুখোমুখি IND-SA, কেমন হবে দুই দল?
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Jun 2022,
  • अपडेटेड 12:39 PM IST
  • ফয়সালার ম্যাচে মুখোমুখি IND-SA
  • কেমন হবে দু'দলের প্রথম এগারো?
  • একাদশে কটি বদল আনছে দুদলই?

ভারত দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের ৫ম ম্যাচ আজ রবিবার। পাঁচ ম্যাচের সিরিজের ফল এখনও পর্যন্ত ২-২। ফলে কার্যত এটি ফাইনাল। যার জিতবে সিরিজ তাদের। প্রথম দু-ম্যাচে দক্ষিণ আফ্রিকা জেতার পর পরের দু-ম্যাচে ভারতের প্রতাপ। ফল সিরিজ সমান-সমান। সাম্প্রতিক অতীতে এমন হাড্ডাহাড্ডি সিরিজ দেখেনি বিশ্ব। এমন কামব্যাকের সিরিজও ভারতের জন্য বিরল। যেখানে দলের প্রথম সারির ৭-৮ জন খেলোয়াড় ছিলেন না। কোহলি, রোহিত, জাদেজা, রাহুল, বুমরা, শামি, শার্দুলের মতো ম্যাচ উইনাররা ছিলেন না। তা সত্বেও কার্যত তৃতীয় সারির দল নিয়ে ভারতের এই লড়াই মন জিতে নিয়েছে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের।

প্রায় আনকোরা দল ভারতের

স্কোয়াডে কিছু তরুণ নাম থাকা সত্ত্বেও, ভারতীয় ম্যানেজমেন্ট অভিজ্ঞ ও তরুণদের মিশিয়ে খেলাচ্ছে। যেখানে বোলিংয়ে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে আবেশ খান, হর্ষল প্যাটেলের মতো পেসার রয়েছে, তেমনই চাহাল ও অক্ষরের মতো অভিজ্ঞ ইয়ং ব্রিগেডও রয়েছে। ব্যাটিংয়ে দীনেশ কার্তিক হার্দিক পাণ্ডিয়া, শ্রেয়স আইয়ার ঋষভ পন্তের মতো অভিজ্ঞদের সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়, ইশান কিশানরা রয়েছেন। 

অনিয়মিতদের নিয়ে গড়া দল

কিন্তু মুশকিল হল দীনেশ কার্তিক বা হার্দিক কেউই গত কয়েকবছরে নিয়মিত নন। নিয়মিত নন শ্রেয়স নিজেও। ঋষভ পন্ত যিনি সব ফরম্যাটে গত কয়েক বছরে নিয়মিত খেলেছেন, তিনি এখন চূড়ান্ত অফ ফর্মে এবং নেতৃত্বের বোঝায় ব্যাটে রান নেই। আরও একটা ব্যর্থতা মানে বাতিলের খাতায় চলে যাওয়ার আশঙ্কা। যেখানে বিকল্পরা নিয়মিত রান করে চলেছেন। 

ধারাবাহিকতাই সমস্যা প্রোটিয়াদের, ব্যাটসম্যান মাত্র ৩

অন্যদিকে, প্রোটিয়ারা ভাল শুরু করেও টুর্নামেন্টে টানা দুটি হারের মুখে পড়েছে। তবে তাঁরা ভালই জানেন যে এই ম্যাচে জয় মানে, তাঁদের হারের ক্ষত মুছে যাবে। দক্ষিণ আফ্রিকা গত ১২ বছর ভারতে কোনও সিরিজ হারেনি। মুশকিল হল তাদের অনভিজ্ঞ বোলিং লাইন আপ। ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন এবং রাসি ভ্যান ডের ডুসেন ছাড়া আর কেউ দাঁড়াতেই পারছেন না। কুইন্টন ডিকক ফর্মে নেই। ফলে সমস্যায় পড়তে হচ্ছে।

Advertisement

এখন দুদলই চাইবে সেরা একাদশ গড়ে বিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে দিতে

ভারতের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (c/wk), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্শল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: টেম্বা বাভুমা (c), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, রাসি ভ্যান ডের ডুসেন, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, তাবরেজ শামসি, কেশব মহারাজ, অ্যানরিচ নর্কিয়া, লুঙ্গি এনগিডি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement