বিশ্বকাপের ট্রফি (FIFA World Cup 2022) হাতে দেশে ফিরেছে আর্জেন্টিনা। মেসিদের (Lionel Messi) অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টেই কয়েক হাজার মানুষ জড়ো হন মাঝরাতে। ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপ জয় আর্জেন্টিনার (Argentina)। দেশের তৃতীয় বিশ্বকাপ। গোটা আর্জেন্টিনা জুড়ে চলছে উত্সব।
মঙ্গলবার ভোররাতে আর্জেন্টিনা দল বুয়েনস আয়ার্স পৌঁছয়। মেসি বিশ্বকাপ ট্রফিটি নিয়ে প্লেন থেকেই বেরতেই উত্তেজনায় ফেটে পড়ে ভিড়। এরপর একটি হুডখোলা বাসে চেপে বুয়েনস আয়ার্সের রাস্তায় রোডশোয়ে অংশ নেন গোটা আর্জেন্টিনা দল।
ফ্রান্সকে হারিয়ে ফাইনাল জেতার পরে বুয়েনস আয়ার্সে ১০ লক্ষ মানুষ রাস্তায় নামেন। সবার হাতে লিওনেল মেসির পোস্টার ও বিয়ারের গ্লাস। বুয়েনস আয়ার্সের একটি উঁচু বিল্ডিং জুড়ে লিওনেল মেসির বিশালাকার ছবি ফুটে উঠেছে। তারই নীচে জড়ো হয়েছেন ১০ লক্ষের বেশি মানুষ।
স্থানীয় এক সংবাদপত্র জানিয়েছে, ১ লক্ষ ৭৬ হাজার মানুষ অ্যাপের মাধ্যমে বিমানের অবতরণের দিকে নজর রেখেছিলেন। বিমানবন্দরেই অপেক্ষা করছিল বিশেষ বাস। সেখানে লেখা ‘বিশ্বচ্যাম্পিয়ন’। সেই বাসে করে বিমানবন্দরের বাইরে বার হন মেসিরা।
কাতার থেকে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। পুরস্কারমঞ্চের উদ্যাপন একটু পরই ছড়িয়ে পড়ে লুসাইল আইকনিক স্টেডিয়ামের নানা প্রান্তে। সেখানে যোগ দেন খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও।