Asia Cup Hockey 2025: ভারত-পাকিস্তানের মধ্যে এই সময়ে সম্পর্ক ভাল নয়। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে সিন্ধু জল চুক্তি বরখাস্ত করা এবং অপারেশন সিঁদুরের মত প্রক্রিয়া শামিল রয়েছে। কিন্তু যখন খেলার বিষয়, তখন আন্তর্জাতিক দায়বদ্ধতা চলে আসে। সেই অনুযায়ী কিছু সমস্যায় পড়তে হয়। যেহেতু ওই টুর্নামেন্ট এবং খেলার সঙ্গে আরও অন্যান্য দেশ এবং দল জড়িত থাকে তাই কিছুটা নিয়ম-সিদ্ধান্ত বদলাতে হয়।
আগামী মাসে বিহারের রাজগীরে হতে চলা এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তান দলকে খেলার অনুমতি দিয়েছে ভারত সরকার। এর পিছনে কিছু আন্তর্জাতিক ক্রীড়ামহলের সঙ্গে জড়িত সিদ্ধান্ত এবং ভারতের বিশ্বজনীন খেলার চিত্র যাতে বিঘ্নিত না হয় সেই চিন্তা মাথায় ছিল।
আসলে ২৭ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট হবে। যার মধ্যে এশিয়ার একাধিক দেশ এই টুর্নামেন্টে খেলতে আসবে। তার মধ্যে পাকিস্তানও রয়েছে। এছাড়া ভারতের, নভেম্বর-ডিসেম্বরে হতে চলা জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানে খেলতে যাওয়ার কথা রয়েছে। সেই বিষয়টিও মাথায় রয়েছে।
যদিও অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তানের মধ্যে চলা রেষারেষির পরিবেশ মাথায় রেখে চিন্তা ছিল যে পাকিস্তান টিম ভিসা পাবে কি না। কিন্তু কিন্তু ক্রীড়ামন্ত্রকের সূত্রে জানা গিয়েছে যে ভারত সরকার পাকিস্তান দলকে ভিসা দিতে রাজি হয়েছে। কারণ এ বিষয়টি দ্বিপাক্ষিক নয় বরং একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং যদি ভারত-পাকিস্তান দলকে এই টুর্নামেন্ট আসার জন্য ভিসা না দেয়, তাতে একাধিক আন্তর্জাতিক চাপে পড়তে হতে পারে।