Advertisement

Mohun Bagan Super Giants: সামনেই AFC কাপ, ডুরান্ডে সিনিয়র দল নামাবে মোহনবাগান?

ডুরান্ড কাপে কি সিনিয়র দল খেলাবে মোহনবাগান সুপার জায়েন্ট? এটাই এখন প্রশ্ন সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। ইতিমধ্যেই অনুশীলন সূচি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে মোহনবাগান। সোমবার থেকে ২ আগস্ট পর্যন্ত অনুশীলন করবে মোহনবাগান। 

মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jul 2023,
  • अपडेटेड 12:09 PM IST

ডুরান্ড কাপে কি সিনিয়র দল খেলাবে মোহনবাগান সুপার জায়েন্ট? এটাই এখন প্রশ্ন সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। ইতিমধ্যেই অনুশীলন সূচি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে মোহনবাগান। সোমবার থেকে ২ আগস্ট পর্যন্ত অনুশীলন করবে মোহনবাগান। 
 

সিনিয়র দল খেলবে ডুরান্ডে?
৩ আগস্ট ডুরান্ড কাপে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান। সবুজ-মেরুন কর্তারা কিছুই খোলসা করে বলেননি। তবে তাঁরা ইঙ্গিত দিয়েছেন, ডুরান্ড কাপে সেরা দলই নামাবেন। এই বিষয় সিদ্ধান্ত নেওয়ার ভার তুলে দেওয়া হয়েছে কোচ জুয়ান ফেরান্দোর হাতে। তবে কলকাতা লিগে খেলা ডেভলপমেন্ট লিগের ফুটবলাদেরও সুযোগ দেওয়া হতে পারে শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টে। ২ আগস্ট অবধি অনুশীলন করে ৩ আগস্ট সিনিয়র দলই নামাতে পারে মোহনবাগান। এবারের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে রয়েছে। ১২ আগস্ট ডার্বি খেলতে নামবে দুই বড় দল।    
 

কেন আশঙ্কা ছিল সিনিয়র দলের খেলা নিয়ে?
১৫ আগস্ট এএফসি কাপের ম্যাচে খেলার কথা ছিল মোহনবাগানের। তবে স্বাধীনতা দিবসের দিনে ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি তুলেছিল সবুজ-মেরুন। এএফসি কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট। আর তার আগেই হবে ডার্বি। তবে এএফসি কাপের ম্যাচ থাকায়, সিনিয়র দলের ফুটবলাররা এই ম্যাচে নাও খেলতে পারেন। ধারাবাহিক ভাবে ডার্বি ম্যাচে হেরে চলেছে ইস্টবেঙ্গল। নতুন মরশুমে কি ঘুরে দাঁড়াতে পারবে লাল-হলুদ ক্লাব? সেটাই এখন প্রশ্ন। তবে শোনা যাচ্ছে, ডুরান্ড কাপে দুই ক্লাবেই রিজার্ভ দল খেলাবে।   


ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংও প্রতি বছরের মতো এই বছরেও অংশ নেবে ডুরান্ড কাপে। শুধু বাংলার তিন বড় ক্লাব নয়, বাকি দলগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়িন এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, এফসি গোয়া, গোকুলম কেরল এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। এছাড়াও রয়েছে বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস এবং নেপাল সার্ভিসেস। মোট ২৪টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ডুরান্ড কাপ।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement