Advertisement

Women World Cup: লেগ ব্রেকে উইকেট, আউট করে ওয়ার্নকে স্মরণ করে এই কাজ করলেন মহিলা ক্রিকেটার; Video

ইলানা কিং উইকেট নেওয়ার পর উদযাপন করছেন এবং আর্ম-ব্যান্ডের দিকে দেখিয়েছেন। অর্থাৎ শেন ওয়ার্নের নামে এই উইকেটটি উৎসর্গ করতে চেয়েছিলেন তিনি। বিশেষ ব্যাপারটি ছিল লেগ ব্রেক বল করে উইকেট পাওয়া পান তিনি। এই বলের জন্য শেন ওয়ার্ন বরাবরই পরিচিত। ইলানা কিং-এর এই উইকেটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইলানা কিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2022,
  • अपडेटेड 4:16 PM IST
  • বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া
  • ইলানা কিং শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়েছেন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর (Shane Warne Death) পর শনিবার বিশ্বের সব ক্রিকেট ম্যাচে তাঁকে শ্রদ্ধা জানান হয়েছে। বর্তমানে মেয়েদের বিশ্বকাপ চলছে এবং শনিবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার (England vs Australia) মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে, অস্ট্রেলিয়ার ইলানা কিং (Alana King) যখন একটি উইকেট নেন, তখন তিনি শেন ওয়ার্নকে বিশেষ শ্রদ্ধা জানান।

অস্ট্রেলিয়া দলের ইলানা যখন বোলিং করছিলেন, সেই সময় ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। ইনিংসের ২৮তম ওভারে কিং তৃতীয় বলে লেগ ব্রেক করেন এবং ট্যামি এগিয়ে গিয়ে শট খেলার চেষ্টা করেন। কিন্তু বলটা এতটাই করে যে ব্যাট চালিয়েও বলে লাগাতে পারেননি, উইকেটরক্ষক অ্যালিসা হিলির হাতে চলে যায় বল। সহজেই স্টাম্পড হন।

ইলানা কিং উইকেট নেওয়ার পর উদযাপন করছেন এবং আর্ম-ব্যান্ডের দিকে দেখিয়েছেন। অর্থাৎ শেন ওয়ার্নের নামে এই উইকেটটি উৎসর্গ করতে চেয়েছিলেন তিনি। বিশেষ ব্যাপারটি ছিল লেগ ব্রেক বল করে উইকেট পাওয়া পান তিনি। এই বলের জন্য শেন ওয়ার্ন বরাবরই পরিচিত। ইলানা কিং-এর এই উইকেটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, ওয়ার্নের মৃত্যুতে বার্তা সৌরভের

আরও পড়ুন: ড্রাগকাণ্ড থেকে পর্ণস্টারের সঙ্গে ঝামেলা, দেখুন ওয়ার্নকে ঘিরে ১০ বিতর্ক

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে খেলা এই ম্যাচে ক্যাঙ্গারু দল প্রথমে ব্যাট করে ৩১০ রানের বড় স্কোর করে। অস্ট্রেলিয়ার হয়ে র‌্যাচেল হেইনস ১৩০ রান করেন এবং অধিনায়ক মেগ ল্যাগিং করেন ৮৬ রান। একইসঙ্গে এই ম্যাচে ইংল্যান্ডের পক্ষ থেকে সেঞ্চুরিও হয়।ইংল্যান্ডের নেট সাইভার ৮৫ বলে ১০৯ রান করেন।

তবে শেষ পর্যন্ত এই ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দল 8 উইকেট হারিয়ে ২৯৮ রান করতে পারে এবং অস্ট্রেলিয়া ১২ রানে ম্যাচ জিতে নেয়। অস্ট্রেলিয়া দল এখন নারী বিশ্বকাপের গ্রুপে দুই নম্বরে উঠে এসেছে, তাদের এখন দুই পয়েন্ট।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement